আবারও বাড়ছে ভারতে করোনা সংক্রমণ

আবারও বাড়ছে ভারতে করোনা সংক্রমণ

অনলাইন ডেস্ক

ভারতের করোনা সংক্রমণ প্রায় পাঁচ মাস পর মঙ্গলবার ২৮ হাজারের নিচে নেমেছিল। বুধবার তা আবার বেড়ে ২৮ হাজারে দাঁড়িয়েছে।  

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশটিতে আক্রান্ত হয়েছেন ৩৮ হাজার ৩৫৩ জন। এ নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ২০ লাখ ৩৬ হাজার ৫১১ জন।

দৈনিক মৃত্যুও মঙ্গলবারের তুলনায় বেড়েছে। তবে তা ৫০০-র নীচেই রয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে ৪৯৭ জনের। করোনা ভাইরাস মোট প্রাণ হারিয়েছে ৪ লাখ ২৯ হাজার ১৭৯ জনের।

গত ২৪ ঘণ্টায় দৈনিক সংক্রমণ বাড়লেও সক্রিয় রোগীর সংখ্যা কমেছে। মঙ্গলবারই তা ৪ লাখের নিচে নেমেছে। গত ২৪ ঘণ্টায় তা কমেছে দু’হাজারের বেশি। দেশটিতে এখন সক্রিয় রোগী রয়েছে ৩ লক্ষ ৮৬ হাজার ৩৫১ জন।

আরও পড়ুন


ইরান প্রস্তুত থাকলে ভিয়েনা আলোচনা শুরু হবে

মেসি: ৩০ নম্বর জার্সি পরে নতুন ক্লাবের অভিযান শুরু

চট্টগ্রাম থেকে বিভিন্ন গন্তব্যে চলাচল করছে ১৪ জোড়া ট্রেন

চাঁদপুরে করোনায় আরও ৬ জনের মৃত্যু


NEWS24.TV / কামরুল