পালিয়ে তাজিকিস্তানে আশ্রয় না পেয়ে ওমানে গেলেন গনি

পালিয়ে তাজিকিস্তানে আশ্রয় না পেয়ে ওমানে গেলেন গনি

অনলাইন ডেস্ক

চারটি গাড়ি এবং হেলিকপ্টার নিয়ে দেশ ছেড়ে পালিয়ে গিয়েছেন আফগান প্রেসিডেন্ট আশরাফ গনি। কাবুলে রাশিয়ার দূতাবাস সূত্র এমন তথ্য দিয়েছে বলে প্রচার করেছে আল জাজিরা।

কাবুলে রাশিয়ান দূতাবাসের মুখপাত্রের বরাতে রুশ বার্তা সংস্থা আরআইএ জানায়, ‌চারটি গাড়ি টাকায় ভরা ছিল। তারা একটি হেলিকপ্টারেও আরও টাকা ভরার চেষ্টা করেছিল।

কিন্তু জায়গা ছিল না। তাই বাকি টাকায় রাস্তায় ফেলে দেওয়া হয়।

ইসচেনকো বার্তা সংস্থা রয়টার্সকে তার মন্তব্য নিশ্চিত করেছেন। তিনি তার তথ্যের উৎস হিসাবে "সাক্ষী" উল্লেখ করেছেন।

ইশচেনকোর বরাত দিয়ে একই খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স।

রুশ এই কূটনীতিক জানান, তার এই তথ্যের সূত্র হচ্ছে ‘প্রত্যক্ষদর্শীরা’। এদিকে দেশ ছেড়ে পালিয়ে তাজিকিস্তানে আশ্রয় পেলেন না আশরাফ গনি। বিমান ঘুরিয়ে ওমান পৌঁছেছেন তিনি।

তবে ওমান সরকার তাকে আশ্রয় দিতে রাজি হয়েছে কিনা, তা এখনও পর্যন্ত জানা যায়নি। কিন্তু সোমবার ওমানেই রয়েছেন তিনি।

একসময় মার্কিন নাগরিকত্ব ছিল গনির। ওমান থেকে তিনি যুক্তরাষ্ট্র রওনা দিতে পারেন বলেও জল্পনাকল্পনা শুরু হয়েছে।

সম্পর্কিত খবর