বরিশাল শেবাচিমের করোনা ওয়ার্ডে ৮ জনের মৃত্যু

বরিশাল শেবাচিমের করোনা ওয়ার্ডে ৮ জনের মৃত্যু

Other

বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের (শেবাচিম) করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় গত ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু হয়েছে। সেখানে এখনও চিকিৎসাধীন আছেন ১৬৯ জন। অপরদিকে করোনা ডেডিকেটেড জেনারেল হাসপাতালে গত ২৪ ঘণ্টায় কোন রোগীর মৃত্যু না হলেও সেখানে চিকিৎসাধীন আছেন ২১ জন। এদিকে মেডিকেল কলেজের আরটি পিসিআর ল্যাবে সব শেষ নমুনা পরীক্ষায় ২৬.৪৫ শতাংশ করোনা শনাক্ত হয়েছে।

  

শেবাচিম হাসপাতালের পরিচালক কার্যালয় সূত্র জানায়, গতকাল মঙ্গলবার করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন ১৭০ জন রোগী। গত ২৪ ঘণ্টায় চিকিৎসায় সুস্থ্য হয়ে করোনা ওয়ার্ড ত্যাগ করেছেন ১৪ জন। একই সময়ে নানা উপসর্গ নিয়ে করোনা ওয়ার্ডে ভর্তি হয়েছেন ২১ জন। গত ২৪ ঘণ্টায় চিকিৎসাধীন অবস্থায় ৮ জনের মৃত্যু হয়েছে।

যার মধ্যে ২ জনের করোনা পজেটিভ। আজ বুধবার সকাল পর্যন্ত চিকিৎসাধীন ছিলেন ১৬৯ জন।

আরও পড়ুন:


গুরুতর অসুস্থ ডেপুটি স্পিকার, এয়ার অ্যাম্বুলেন্সে নেয়া হচ্ছে ভারতে

অপরাধ প্রমাণ হলে যে সাজা হতে পারে ই-অরেঞ্জের মালিক সোনিয়ার

আফগান ইস্যুতে কানাডা সরকারের অবস্থান স্পষ্ট

ই-অরেঞ্জের মালিক সোনিয়া স্বামীসহ কারাগারে


এদিকে করোনা ডেডিকেটেড বরিশাল জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ২৪ ঘণ্টায় কোন রোগীর মৃত্যু হয়নি। তবে আজ সকাল পর্যন্ত সেখানে চিকিৎসাধীন ছিলো ২১ জন রোগী।  

অপরদিকে মেডিকেল কলেজের আরটি পিসিআর ল্যাবে গতকাল মঙ্গলবার রাতে সব শেষ ১৮৯ জনের নমুনা পরীক্ষায় ৫০ জনের করোনা পজেটিভ হয়েছে। শনাক্তের হার ছিলো ২৬.৪৫ শতাংশ।

news24bd.tv এসএম