ডেঙ্গুতে মেয়ররা ব্যর্থ হলে দায়িত্ব নেবেন মন্ত্রী

Other

এক্সপান্ডেড ডেঙ্গু সিনড্রোম, ডেঙ্গু সংক্রমণের চতুর্থ ও ভায়াবহ পর্যায়। চিকিৎসকরা বলছেন, এই পর্যায় খুবই বিরল হলেও এবছর তা বেশি দেখা যাচ্ছে। সেই সাথে শকে যাওয়া রোগীর সংখ্যাও ৩৫ শতাংশের বেশি। ডেঙ্গু প্রকোপ নিয়ন্ত্রণে দুই সিটি কর্পোরেশনকে আরো দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী তাজুল ইসলাম।

স্থানীয় সরকার মন্ত্রী বলেন, ডেঙ্গু নিয়ন্ত্রনে দুই মেয়র ব্যর্থ হলে সেই দায় নেবেন মন্ত্রী নিজে।

ডেঙ্গু রোগে আক্রান্ত আট বছরের সিনহা ইসলামকে বৃহস্পতিবার রাতে ভর্তি করা হয় ঢাকা শিশু হাসপাতালে। জ্বর, শ্বাসকষ্ট, পেট ফুলে যাওয়াসহ নানা উপসর্গ নিয়ে তার অবস্থা বেশ নাজুক।

নাজুক পরিস্থিতি নিয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছে আরো অনেক শিশুকে।

উপসর্গের ধরণও প্রায় একই।

ন্যাশনাল গাইডলাইন ফর ক্লিনিক্যাল ম্যানেজমেন্ট অব ডেঙ্গু সিনড্রোম ২০১৮ অনুসারে, ডেঙ্গু সংক্রমণের চতুর্থ ও ভায়াবহ পর্যায়, এক্সপান্ডেড ডেঙ্গু সিনড্রোম, যা খুবই বিরল। আর এ সিনড্রোমে আক্রান্ত হচ্ছে বেশি।

আরও পড়ুন


মাওলানা মামুনুল হককে খুলনা কারাগারে স্থানান্তর

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ভোগান্তি থাকবে না: ওবায়দুল কাদের

শুধু আলোচনার জন্য আলোচনায় বসবে না ইরান

পরকীয়া, তৃতীয় বিয়ে ও সাবেক স্ত্রীকে নিয়ে যা বললেন অপূর্ব


 

ডেঙ্গুর প্রকোপ রোধে নগরবাসীর সক্রিয় অংশগ্রহণ নিয়ে আয়োজিত এক অনুষ্ঠানে স্থানীয় সরকার মন্ত্রী বলেন, ডেঙ্গু প্রকোপ নিয়ন্ত্রণে আরো দায়িত্বশীল ভূমিকা পালন করেত হবে দুই সিটি কর্পোরেশনকে।  

স্বাস্থ্য অধিদপ্তারের হিসাবে, চলতি বছর ডেঙ্গু রোগী সংখ্যা ছাড়িয়েছে সাড়ে দশ হাজার। সরকারি হিসাবে মারা গেছেন ৪৫ জন।

news24bd.tv/আলী