নিখোঁজের ২২ বছর পর দেশে ফিরলেন আমেনা

Other

দুই দশকেরও বেশি সময় ধরে নিখোঁজ বগুড়ার আমেনা খাতুন। পাওয়া গেল নেপালের প্রত্যন্ত জেলায়। পঁরিচয় নিশ্চিত হয়ে সোমবার তাঁকে দেশে পাঠায় কাঠমণ্ডুর বাংলাদেশ দূতাবাস। এই প্রত্যাবর্তনের খবর নিউজ টোয়েন্টিফোরকে জানান কাঠমান্ডুতে নিযুক্ত বাংলাদেশের কনস্যুলর মো. মাসুদ আলম।

২২ বছরের বেশি সময় পর এভাবে ভিডিও কলের মাধ্যমে নিজ পূত্রের সঙ্গে দেখা বগুড়ার আমেনা খাতুনের। ১৯৯৮ সালে নিরুদ্দেশ হন তিনি।

পরিবারের সবার ধারণা ছিল আমেনা খাতুন হয়তো আর জীবিত নেই। সবাইকে অবাক করে দিয়ে দুই দশকেরও বেশি সময় পর তাঁর খোঁজ মেলে নেপালের প্রত্যন্ত জেলা সুনসারীতে।

কাঠমান্ডুতে নিযুক্ত কনস্যুলার মো. মাসুদ আলম জানান, তাঁর পরিবারের সঙ্গে যোগাযোগ স্থাপন করতে সক্ষম হয় কাঠমাণ্ডতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। দূতাবাস কর্মকর্তারা আন্তরিকতার সঙ্গেই নেপালে গ্রহণ করেন ঘরছাড়া এই বাংলাদেশশীকে। এই বৃদ্ধার বাকী জীবন হবে আনন্দময়, এই প্রত্যাশা সবার।

news24bd.tv/এমি-জান্নাত