মাদ্রাসা থেকে নিখোঁজ তিন শিক্ষার্থী ঢাকার মান্ডা থেকে উদ্ধার(ভিডিও)

নিজস্ব প্রতিবেদক

জামালপুরের ইসলামপুরে মাদ্রাসা থেকে নিখোঁজ তিন শিক্ষার্থীকে ৪ দিন পর ঢাকা থেকে উদ্ধার করেছে ইসলামপুর থানা-পুলিশ।  সকালে তাদের ইসলামপুর থানায় নিয়ে আসা হয়।

ইসলামপুর সার্কেলের এএসপি সুমন মিয়া জানান, গতকাল রাত সাড়ে এগারটার দিকে মুগদার মান্ডা এলাকার এক রিক্সা চালকের ভাড়া বাসা থেকে তাদের উদ্ধার করা হয়।

আর ও পড়ুন: 


সমুদ্রে নামতে মানতে হবে এই ১০ নির্দেশনা

হাতিয়ায় দেশীয় বন্দুক, তাজা গোলা ও পাইরোটেকনিক উদ্ধার

তিন কিউই ক্রিকেটারের করোনা শনাক্ত, পাকিস্তান সিরিজ বাতিল

ডেঙ্গু নিয়ন্ত্রণে ব্যর্থতার অভিযোগে মেয়র তাপসের কুশপুত্তলিকা দাহ


প্রাথমিকভাবে জানা গেছে, তারা স্বেচ্ছায় মাদ্রাসা থেকে পালিয়ে গিয়েছিল।

আইনি প্রক্রিয়ার মাধ্যমে উদ্ধারদের পরিবারের কাছে তুলে দেওয়া হবে। গেল রোববার রাতে তিন মাদ্রাসা ছাত্রী নিখোঁজের পর মাদ্রাসার মুহতামিম ইসলামপুর থানায় সাধারণ ডায়েরি দায়ের করেন। পরে সোমবার রাতে মাদ্রাসার চার শিক্ষিককে ইসলামপুর থানা-পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য আটক করে।

পরে বুধবার অভিভাবকদের পক্ষ থেকে মানবপাচার মামলা দায়ের করা হলে শিক্ষকদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

news24bd.tv তৌহিদ

সম্পর্কিত খবর