করোনায় রাজশাহীতে বন্ধ হয়ে গেছে দেড় শতাধিক বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান

Other

করোনার কারণে রাজশাহীতে বন্ধ হয়ে গেছে দেড় শতাধিক বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান। এগুলোর মধ্যে বেশিরভাগ কিন্ডারগার্টেন ও প্রি-ক্যাডেট স্কুল। এসব শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত প্রায় চার হাজার শিক্ষক বদল করেছেন তাদের পেশা।  

রাজশাহী মহানগরীর কেদুর মোড়ের অনন্যা শিশু শিক্ষালয়ে শিক্ষার্থী ছিলেন ১২০ জন।

এখন সেখানে শিক্ষার্থী ২৫ জন, শিক্ষক ১২ থেকে কমে সাতজন। শুধু এই স্কুলটি নয়, গত দেড় বছরে শিশুদের হাতেখড়ির এমন স্কুলগুলোর শিক্ষার্থী কমেছে অর্ধেকের বেশি।

স্কুলের সংখ্যা ৪৮০, শিক্ষক ৫ হাজার ৫০০ (প্রায়), শিক্ষার্থী ৭০ হাজার (প্রায়)। বন্ধ স্কুলের সংখ্যা ১৪০, শিক্ষক ঝরে পড়ার হার ৮০% (প্রায়), শিক্ষার্থী ঝরেপড়ার হার ৬০ % (প্রায়)।

কিন্ডারগার্টেন অ্যান্ড প্রি-ক্যাডেট স্কুল অ্যাসোসিয়েশনের দেয়া তথ্য বলছে, গত দেড় বছরে চার হাজারের বেশি শিক্ষক তাদের পেশা বদল করেছেন। বন্ধ হয়ে গেছে বহু স্কুল। শিক্ষার্থী ঝরে পড়েছে প্রায় অর্ধেক।

আরও পড়ুন:


ডিসেম্বরেই চালু হবে ৫জি নেটওয়ার্ক: মোস্তাফা জব্বার

দেশে বিনিয়োগ করুন: প্রধানমন্ত্রী

যানজট নিরসনের উদ্যোগ আটকে থাকে মহাপরিকল্পনার নথিতেই

মক্কা-মদিনার মসজিদে কাজ করবেন নারীরা


শিক্ষাবিদরা বলছেন, শিশুদের শিক্ষার হাতেখড়ির জন্য এই প্রতিষ্ঠানগুলোর ভূমিকা আছে। আবারো এসব প্রতিষ্ঠানগুলোতে প্রাণ ফেরাতে সরকারি ও স্থানীয় উদ্যোগ নেয়া প্রয়োজন।

বাসা ভাড়া, বিদ্যুৎ বিল, কর্মচারীদের বেতনসহ আনুষঙ্গিক ব্যয় বহন করতে না পারার কারণেই ধুঁকছে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো।

news24bd.tv নাজিম