শ্রেণিকক্ষ ফাঁকা পেয়ে শিক্ষিকাদের উদ্দাম নাচ, অতঃপর... (ভিডিও)

শ্রেণিকক্ষ ফাঁকা পেয়ে শিক্ষিকাদের উদ্দাম নাচ, অতঃপর... (ভিডিও)

অনলাইন ডেস্ক

শ্রেণিকক্ষ ফাঁকা নাচার কারণে পাঁচ শিক্ষিকাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তাদের বিরুদ্ধে অগ্রহণযোগ্য আচরণের অভিযোগ আনা হয়। ভারতের উত্তর প্রদেশের আগ্রায় এই ঘটনা ঘটেছে।  

পাঁচ শিক্ষিকার নাচের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তা সকলের নজরে আসে।

ভিডিওতে শিক্ষার্থীবিহীন ফাঁকা কক্ষে সিনেমার এক জনপ্রিয় গানে ওই পাঁচ শিক্ষিকাকে নাচতে দেখা যায়। বৃহস্পতিবার ওই নাচের ভিডিও ফেসবুকে ভাইরাল হয়।

ভিডিও ভাইরাল হলে আগ্রার প্রাথমিক শিক্ষা বিভাগ ঘটনার তদন্ত শুরু করে। তদন্তে বিষয়টির সত্যতা পাওয়া গেলে শনিবার তাদের বরখাস্ত হয়।

একইসঙ্গে বিদ্যালয়টির প্রধান শিক্ষককেও বরখাস্ত করা হয়।  

অভিযুক্ত শিক্ষিকাদের কারণ দর্শাতে বলা হলে চারজন এর জবাব দেন এবং একজন জবাব দিতে ব্যর্থ হয়েছেন বলে প্রাথমিক শিক্ষা বিভাগের এক কর্মকর্তা জানান। অভিযুক্ত শিক্ষিকারা সন্তোষজনক ব্যাখ্যা দিতে না পারায় তাদের সাময়িক বরখাস্ত করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

রও পড়ুন:

কুকুরের মাংস নিষিদ্ধ হচ্ছে দক্ষিণ কোরিয়ায়

ভারত থেকে কেজি দরে কেনা চুল আসছে দেশে

নৌবাহিনীতে নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন অনলাইনে

মুফতি কাজী ইব্রাহীমকে আটক করেছে ডিবি


কর্মকর্তা আরও বলেন, স্কুল চলাকালে শ্রেণিকক্ষে তাদের এই আচরণ করা উচিত হয়নি। তাদের এই আচরণ অগ্রহণযোগ্য। তাদের এই কর্মকাণ্ডে প্রাথমিক শিক্ষা বিভাগের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে।

news24bd.tv/ নকিব