বরিশালের আরটি-পিসিআর ল্যাবে করোনার নমুনা পরীক্ষা বন্ধ

Other

কারিগরি ত্রুটির কারণে বরিশালের আরটি পিসিআর ল্যাবে শনিবার রাত থেকে করোনার নমুনা পরীক্ষা বন্ধ রয়েছে। এ কারণে সংগৃহীত নমুনা পরীক্ষার জন্য পাঠানো হচ্ছে ভোলার পিসিআর ল্যাবে। এতে রিপোর্ট পেতে সময় লাগছে অনেক বেশি।   

এমন প্রেক্ষাপটে করোনা সংক্রমণের ঝুঁকি বাড়ছে বলে মনে করেন স্থানীয়রা।

সংশ্লিষ্টরা বলছেন, ল্যাবের অনলাইন পিসিও’র মাদার বোর্ড অচল হয়ে যাওয়ায় এ অবস্থার সৃষ্টি হয়েছে। তবে দ্রুত সময়ের মধ্যে ল্যাব সচল করার চেষ্টা চলছে।  

গেল  বছরের ৮ এপ্রিল বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজে করোনা পরীক্ষার জন্য আরটি-পিসিআর ল্যাব চালু হয়। সাম্প্রতিক সময়ে করোনা সংক্রমণ নিম্নমুখী হওয়ায় এই ল্যাবে প্রতিদিন গড়ে ১৫০ থেকে ১৮৮টি নমুনা পরীক্ষা হয়।

 

তবে  ল্যাবের অনলাইন পিসিও’র মাদার বোর্ড অচল হয়ে যাওয়ায় গেল শনিবার রাত থেকে করোনার নমুনা পরীক্ষা বন্ধ রয়েছে । । এ কারণে সংগৃহীত নমুনা পরীক্ষার জন্য পাঠানো হচ্ছে  ভোলার পিসিআর ল্যাবে।

আরও পড়ুন:


ইভ্যালিকে লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তরের সর্বোচ্চ চেষ্টা করব: বিচারপতি মানিক

করোনা: দেশে ২৪ ঘণ্টায় মৃত্যু কমলেও বেড়েছে শনাক্ত

প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় কলেজছাত্রকে অপহরণ করে বিয়ে করলো তরুণী!

ডিএমপি কমিশনার ও র‍্যাব ডিজি’র পদোন্নতি


এ অবস্থায় নমুনা পরীক্ষার ফলাফল পেতে বেশি সময় লাগছে। এতে দুর্ভোগ বেড়েছে উপসর্গধারীদের।

অবশ্য সংশ্লিষ্টরা বলছেন, দ্রুত সময়ের মধ্যে পিসিআর ল্যাব সচল করার চেষ্টা চলছে।

এ পর্যন্ত এই ল্যাবে ৯৪ হাজার ৬৮১টি করোনার নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ১৬ হাজার ৮২০টি নমুনা পজেটিভ হয়।  

news24bd.tv নাজিম