সিলেটে ছাত্রলীগের কর্মীর ছুরিকাঘাতে কলেজছাত্র নিহত

সিলেটে ছাত্রলীগের কর্মীর ছুরিকাঘাতে কলেজছাত্র নিহত

অনলাইন ডেস্ক

সিলেটের দক্ষিণ সুরমা কলেজ গেটের সামনে আরিফুল ইসলাম রাহাত (১৮) নামে এক ছাত্রকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে ছাত্রলীগের কর্মী সাদির বিরুদ্ধে। বৃহস্পতিবার (২১ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।  

নিহত রাহাত দক্ষিণ সুরমা কলেজের বিজ্ঞান বিভাগের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী। তিনি দক্ষিণ সুরমা উপজেলার পুরাতন তেতলি এলাকার সুরমান আলীর ছেলে।

সাদি দক্ষিণ সুরমা কলেজের শিক্ষার্থী। তার বাড়ি শিলাম এলাকায়।

নিহত রাহাতের চাচাতো ভাই রাফি আহমদ বলেন, দুপুরে রাহাত প্রাইভেট পড়তে যাচ্ছিল। আমিও তখন তার মোটরসাইকেলে ছিলাম।

যাওয়ার আগে এক বন্ধুর সঙ্গে দেখা করতে কলেজের ভেতর যায় সে। কলেজ থেকে বের হয়ে মূল গেটের সামনে আসা মাত্রই ছাত্রলীগ কর্মী সাদি নামে একজন পেছন থেকে রাহাতকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে তাকে হাসপাতালে নিয়ে গিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন


বাল্যবিয়ে দেয়ায় বরের করা মামলায় কাজী ও চেয়ারম্যানসহ গ্রেপ্তার ৯

বদরুন্নেসার শিক্ষিকা রুমা সরকারের মুক্তির দাবি আবৃত্তি সমন্বয় পরিষদের

ইকবালকে খুঁজে বের করার সর্বোচ্চ চেষ্টা চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী

ভুবন চিল নামেই বেশি পরিচিত, পৃথিবী জুড়েই এদের বসবাস


দক্ষিণ সুরমা কলেজের অধ্যক্ষ মো. শামসুল ইসলাম গণমাধ্যমকে বলেন, তাৎক্ষণিকভাবে একাডেমিক কাউন্সিল সভা করে একটি তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি তিন দিনের মধ্যে প্রতিবেদন জমা দেবে। পাশাপাশি চার দিনের জন্য পাঠদান বন্ধ ঘোষণা করা হয়েছে। তবে পরীক্ষা চলবে।  

দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান তালুকদার বলেন, এ ঘটনায় এখনো কাউকে গ্রেফতার করা যায়নি। তবে গ্রেফতারের চেষ্টা চলছে।

news24bd.tv এসএম