আসলে এটা ষড়যন্ত্র: খন্দকার মোশাররফ

আসলে এটা ষড়যন্ত্র: খন্দকার মোশাররফ

অনলাইন ডেস্ক

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, বাংলাদেশ ৯০ ভাগ মুসলমানের দেশ। কিন্তু অত্যন্ত সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। আমার বিশ্বাস হয় না, এদেশে যারা পূজামণ্ডপ সাজিয়েছে তারা সেখানে কোরআন শরিফ রাখবে। আবার কোন ধর্মপ্রাণ মুসলমান মন্দিরে কোরআন রেখে আসবে- এটাও বিশ্বাস হয় না।

তাহলে কার দোষ? আসলে এটা হলো ষড়যন্ত্র।  

তিনি বলেন, ষড়যন্ত্র এই জন্য যে আজকে সারাদেশের মানুষ জানে এই সরকারের হাতে দেশ নিরাপদ নয়, জনগণ নিরাপদ নয়, তাদের ভোটের অধিকার নেই। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে পারছে না। সেজন্য মানুষ যখন এই সরকারের হাত থেকে দেশকে রক্ষা করার জন্য প্রস্তুতি নিচ্ছে।

ঠিক সে সময় তাদের দৃষ্টিকে ভিন্নদিকে প্রবাহিত করার জন্য পূজামণ্ডপে কোরআন শরিফ দিয়ে নাটকের সৃষ্টি করছে। কিন্তু এবারের নাটকে সরকার ধরা পড়ে গেছে।

আজ দুপুরে রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) নসরুল হামিদ মিলনায়তনে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় জাতীয়তাবাদী নবীন দল এ আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে।

আরও পড়ুন:


কুমিল্লায় ধর্ম অবমাননার মামলায় ইকবালসহ চার জন ৭ দিনের রিমান্ডে

মাদরাসায় ঢুকে ছাত্র-শিক্ষকসহ ৬ জনকে হত্যা

পুত্র আরিয়ান ছাড়া এবারের জন্মদিন কীভাবে কাটবে শাহরুখের?

সরকারি চাকরি ছেড়েও আ.লীগের মনোনয়ন পেলেন না সেই শিক্ষক


ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, দেশের সবচেয়ে জনপ্রিয় দল বিএনপি ৮দিন যাবত সভা করে প্রস্তুতি নিচ্ছে, আগামী দিনে জনগণকে এই স্বৈরাচারী সরকারের হাত থেকে রক্ষা করার জন্য কৌশল এবং কর্মসূচি গ্রহণ করছে, তখনই এই সরকারের মাথা খারাপ হয়ে গেছে। তারা বিভিন্ন ষড়ষন্ত্রে লিপ্ত হচ্ছে।

news24bd.tv নাজিম