দিনাজপুরে ৫৫৫ জনকে ভাতা প্রদান

দিনাজপুরে ৫৫৫ জনকে ভাতা প্রদান

দিনাজপুরে ৫৫৫ জনকে ভাতা প্রদান

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরে সমাজসেবা কার্যালয়ের আয়োজনে বয়স্ক, বিধবা, প্রতিবন্ধী, হরিজন ও হিজরাসহ সদর উপজেলার ৫৫৫ জনের মাঝে বিভিন্ন ভাতা প্রদান করা হয়।
আজ শনিবার সকালে দিনাজপুর শিশু একাডেমি মিলনায়তনে সমাজসেবা কার্যালয়ের আয়োজনে ২০১৭-১৮ অর্থ বছরে সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় উক্ত ভাতা প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভাতাভোগীদের হাতে চেক তুলে দেয় জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি। এছাড়াও জেলা প্রশাসক ড. আবু নঈম মুহাম্মদ আবদুছ ছবুর, পুলিশ সুপার হামিদুল আলম, সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক ষ্টিফেন মুর্মুসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


২০১৭-১৮ অর্থ বছরে বয়স্ক, বিধবা, প্রতিবন্ধী, হরিজন, হিজরা, চিকিৎসা ভাতা ও শিক্ষা উপবৃত্তি সদর উপজেলার ৫৫৫ জনের মাঝে মোট ৩১লক্ষ ৮৩হাজার ৩৫০টাকার চেক প্রদান করা হয়। ৩৪১জন কম্পিউটার ও সেলাই প্রশিক্ষনার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।


(নিউজ টোয়েন্টিফোর/কেআই)

সম্পর্কিত খবর