মাংস কম দেওয়া নিয়ে বর-কনে পক্ষের তুমুল মারামারি

মাংস কম দেওয়া নিয়ে বর-কনে পক্ষের তুমুল মারামারি

অনলাইন ডেস্ক

চট্টগ্রামের সাতকানিয়ার একটি কমিউনিটি সেন্টারে বিয়ের অনুষ্ঠানে মাংস কম দেওয়া নিয়ে বর ও কনেপক্ষের মধ্যে তুমুল মারামারির ঘটনা ঘটেছে। এ ঘটনায় পাঁচজন আহত হয়েছেন।

আজ দুপুরে উপজেলার কালিয়াইশ ইউনিয়নের নিরিবিলি কমিউনিটি সেন্টারে এ ঘটনা ঘটে।   

জানা গেছে, বর মো. শাহজাহান সাতকানিয়া উপজেলার ছাদাহা ইউনিয়নের বাসিন্দা।

কনের বাড়ি নোয়াখালীর সুবর্ণচর হলেও বেশকিছু দিন ধরে চন্দনাইশ উপজেলায় স্থানীয়ভাবে বসবাস করেন।   

বিয়েতে বরপক্ষকে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী খাবার সরবরাহ করতে পারেনি কনেপক্ষ। বিষয়টি নিয়ে কনেপক্ষ আর বরপক্ষের মধ্যে প্রচণ্ড বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে দুইপক্ষের মধ্যে তুমুল মারামারি শুরু হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।


আরও পড়ুন:

পায়ের নিচে মাটি থাকলে বিএনপি রাজপথে নামতো: কাদের

টানা ৩ ম্যাচ হেরেও যেভাবে সেমিফাইনাল খেলতে পারে বাংলাদেশ!

পাটুরিয়ায় ফেরি উদ্ধারে হামজার সঙ্গে যোগ হল রুস্তম

তামিমের সামনেই বলছি এমন অনুষ্ঠান ওর জন্য ঝুঁকিপূর্ণ: মাশরাফি


ছাদাহা ইউনিয়নের চেয়ারম্যান মো. মোশাদ হোসেন চৌধুরী বলেন, কথা কাটাকাটির জের ধরে বরপক্ষ ও কনেপক্ষের মধ্যে মারামারি হয়েছে। এতে উভয়পক্ষের ৫-৬ জন আহত হয়েছেন। আমরা কথা বলে ঘটনা সমাধান করে দিয়েছি। বরপক্ষ গিয়ে কনেকে নিয়ে আসবে।  

news24bd.tv নাজিম