অধিনায়ক হিসাবে অনেক সময় অনেক সমালোচনা হজম করতে হয়েছে। সমালোচিত হতে হয়েছে তার সতীর্থদেরও। তাই বলে ধর্ম নিয়ে আক্রমণ? কিছুতেই মেনে নিতে পারছেন না বিরাট কোহলি।
চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের কাছে হারের পর ভারতের তারকা পেসার মোহাম্মদ শামিকে সোশ্যাল সাইটে আক্রমণ করে বসে এক শ্রেণির উগ্র ধর্মান্ধ সমর্থকগোষ্ঠী।
আজ রাত ৮টায় নিউজিল্যান্ডের মুখোমুখি হবে ভারত।
কোহলি আরো বলেন, 'কোনো মানুষের মানসিকতা এটার থেকে আর নিচে নামতে পারে না। এই লোকগুলোকে এভাবেই দেখি আমি। আমি আগেও বলেছি, আমার কাছে কাউকে তার ধর্ম নিয়ে আক্রমণ করাটা সবচেয়ে বেশি দুঃখজনক ব্যাপার। প্রত্যেকেরই তাদের মতামত এবং কোনো বিশেষ পরিস্থিতিতে তারা কী ভাবে, তা জানানোর অধিকার আছে। কিন্তু আমি ব্যক্তিগতভাবে এমনকি কখনো ধর্মের কারণে কাউকে বৈষম্য করার কথা ভাবিও নাই। ধর্ম প্রতিটি মানুষের কাছে অত্যন্ত ব্যক্তিগত ও পবিত্র বিষয় এবং বিষয়টিকে সেভাবেই দেখা উচিত। '
আরও পড়ুন:
ঘুষ নিয়ে চশমা ফিরিয়ে দিল বানর, ভিডিও ভাইরাল
প্রাণ গেল ভাই-বোনসহ একই পরিবারের চার শিশুর!
টানা ৩ ম্যাচ হেরেও যেভাবে সেমিফাইনাল খেলতে পারে বাংলাদেশ!
শামির পাশে দলের সবাই আছে জানিয়ে কোহলি বলেন, 'আমরা মাঠে কী করি সে সম্পর্কে তাদের কোনো ধারণাই নেই। গত কয়েক বছরে মোহাম্মদ শামি ভারতকে কত ম্যাচে জিতিয়েছে, সে বিষয়েও তারা অবগত নয়। দেশের প্রতি শামির প্যাশনকে যদি তারা অগ্রাহ্য করতে পারে, সত্যিই তাদের নিয়ে কথা বলে আমি সময় নষ্ট করতে চাই না। আমরা তাকে (শামি) ২০০ ভাগ সমর্থন করছি। যারা তাকে আক্রমণ করেছে তারা চাইলে আরো শক্তি নিয়ে আসতে পারে, তাতে আমাদের ভ্রাতৃত্ব, দলের মধ্যে আমাদের বন্ধুত্ব, কিছুই নড়চড় হবে না। অধিনায়ক হিসেবে আমি গ্যারান্টি দিচ্ছি যে আমার দলে এমন বাজে পরিবেশ নেই। '
news24bd.tv নাজিম