লড়াইয়ে থাকল ভারতও

লড়াইয়ে থাকল ভারতও

অনলাইন ডেস্ক

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভের ম্যাচে শুক্রবার স্কটল্যান্ডকে ৮ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়েছে ভারত। তবে তারচেয়েও বড় কথা জয় তুলে নিতে মাত্র ৬.৩ ওভার লেগেছে তাদের। সেমিতে ওঠার লড়াইয়ে নিউজিল্যান্ডকে নেট রান রেটে পেছনে ফেলতে ভারতকে ৮.৫ ওভারে এবং আফগানিস্তানকে পেছনে ফেলতে ৭.১ ওভারে জয় তুলে নিতে হতো। সমীকরণটা দারুণভাবে মিলিয়ে দিয়েছেন দুই ভারতীয় ওপেনার।

দুবাইয়ে টস হের ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে স্কটল্যান্ড। প্রথম ২ ওভার নির্বিঘ্নে কাটালেও তৃতীয় ওভারে দলটি হারায় ওপেনার ও অধিনায়ক কাইল কোয়েটজার। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে স্কটিশরা।

আরেক ওপেনার জর্জ মানসি এক প্রান্ত আগলে রাখার চেষ্টা করলেও দলকে সম্মানজনক সংগ্রহ এনে দিতে ব্যর্থ হন।

শেষপর্যন্ত ১৭.৪ ওভারে ৮৫ রানে গুটিয়ে যায় দলটি। দলের পক্ষে মানসি ২৪ ও মাইকেল লিস্ক ২১ রান করেন।

ভারতের পক্ষে মোহাম্মদ শামি ও রবীন্দ্র জাদেজা তিনটি করে ও জাসপ্রিত বুমরাহ দুটি উইকেট শিকার করেন।

আরও পড়ুন


বঙ্গবন্ধু যেতেই গুলি বন্ধ করল বিডিআর

মানুষের সঙ্গে যেভাবে কথা বলতেন বিশ্বনবী

সূরা বাকারা: আয়াত ১২৮-১৩৩, আল্লাহর নির্দেশ ও হয়রত ইব্রাহিম (আ.)

কলকাতা প্রেস ক্লাবে ‘বঙ্গবন্ধু মিডিয়া সেন্টার’


 

আফগানিস্তানকে রান রেটের হিসাবে পেছনে ফেলতে হলে ভারতকে ম্যাচ জিততে হত ৭.১ ওভারে। অধিনায়ক বিরাট কোহলির ২ বলে ২ ও সূর্যকুমার যাদবের ২ বলে ৬ রানের অপরাজিত দুই ইনিংসে ভারত জিতে যায় ৬.৩ ওভারেই।

news24bd.tv/আলী

এই রকম আরও টপিক