লক্ষ্মীপুরে ট্রাকচাপায় প্রাণ গেলো দুই স্কুলছাত্রীর

লক্ষ্মীপুরে ট্রাকচাপায় প্রাণ গেলো দুই স্কুলছাত্রীর

অনলাইন ডেস্ক

লক্ষ্মীপুরে ট্রাকচাপায় সানজিদা আক্তার ও ফাহমিদা আক্তার নামে দুইজন নিহত হয়েছেন। তারা সম্পর্কে মামাতো-ফুফাতো বোন।

আজ সকাল ১০টার দিকে লক্ষ্মীপুর-রামগঞ্জ সড়কের সদর উপজেলার পালেরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

সানজিদা রায়পুর উপজেলার কেরোয়া ইউনিয়নের মধ্য কেরোয়া গ্রামের বাসিন্দা আরিফুর রহমানের মেয়ে ও ফাহমিদা আলমগীর হোসেনের মেয়ে।

এর মধ্যে সানজিদা লক্ষ্মীপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী ও ফাহমিদা ঢাকার সেগুনবাগিচা গার্লস হাইস্কুলের এসএসসি পরীক্ষার্থী।  

স্থানীয় লোকজন জানান, আরিফুর রহমান তার পরিবার নিয়ে লক্ষ্মীপুর পৌর শহরে ভাড়া বাসায় থাকেন। তার মেয়ে সানজিদা ও ভাগ্নে ফাহমিদাকে নিয়ে মোটরসাইকেলে তিনি কেরোয়া গ্রামের বাড়িতে যাচ্ছিলেন।


আরও পড়ুন:

ইমামের হাতের কব্জি বিচ্ছিন্ন, গ্রেফতার যুবক


ওই স্থানে পৌঁছালে তারা দুই জন মোটরসাইকেল থেকে পড়ে যান।

এতে রামগঞ্জ থেকে আসা দ্রুতগতির একটি ট্রাক তাদের চাপা দিয়ে চলে যায়। খবর পেয়ে একই সড়কের আটিয়াবাজার এলাকায় জনতা ট্রাকটি আটক করে। এ ঘটনায় মোটরসাইকেল চালক আরিফুর রহমানের কিছু হয়নি। পরে আশপাশের লোকজন মোটরসাইকেল চালককে আটক করে পুলিশে দেন।

লক্ষ্মীপুর সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আবদুল হান্নান বলেন, পরিবারের কোনো অভিযোগ না থাকায় আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।  

news24bd.tv নাজিম