মহিপুরে কোষ্টগার্ডের অভিযানে ৩০ মন জাটকা জব্দ

মহিপুরে কোষ্টগার্ডের অভিযানে ৩০ মন জাটকা জব্দ

Other

পটুয়াখালীর মহিপুরে নিজামপুর কোষ্টগার্ডের অভিযানে ৩০ মন জাটকা ইলিশ জব্দ করা হয়েছে। রোববার সন্ধ্যায় হাজিপুর শেখ জামাল সেতুর টোল সংলগ্ন এলাকায় এ অভিযান চালায় কোষ্টগার্ডের একটি দল।

কোষ্টগার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে নিজামপুর কোষ্টগার্ডের কন্টিজেন্ট কমান্ডার এম জমির হোসেনের নেতৃত্বে ঢাকা গামি কয়েকটি পরিবহনে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ৩০ মন জাটকা ইলিশ জব্দ করে কোষ্টগার্ড।

তবে এই জাটকা কে বা কারা বহন করেছে তাদের কাউকে পাওয়া যায়নি।

আরও পড়ুন


তিন শিশুপুত্রর মুখে বিষ দিল বাবা, ১ ছেলের মৃত্যু

বাবার লাশ বাড়িতে রেখে পরীক্ষা দিল সিনথিয়া


পরে উপজেলা মৎস্য কর্মকর্তার প্রতিনিধির উপস্থিতিতে স্থানীয় বিভিন্ন এতিমখানা ও দুঃস্থদের মাঝে জব্দকৃত মাছ বিতরণ করা হয়।  

কন্টিজেন্ট কমান্ডার এম জমির হোসেন বলেন, জাটকা নিধন ও পাচারকারীদের কোনভাবে ছাড় দেওয়া হবে না। আমাদের জাটকা নিধন বিরোধী অভিযান অব্যাহত থাকবে।

news24bd.tv/ কামরুল