তিন শিশুপুত্রর মুখে বিষ দিল বাবা, ১ ছেলের মৃত্যু

তিন শিশুপুত্রর মুখে বিষ দিল বাবা, ১ ছেলের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

নিজের তিন শিশুপুত্রকে বিষপান করিয়েছেন আলম শেখ নামে মাদকাসক্ত পাষণ্ড বাবা। আজ রোববার সকাল ৮টার দিকে চারদিন মৃত্যুর সঙ্গে লড়ে তার ছোট ছেলে হোসেন শেখ (৩) ফরিদপুর শেখ মুজিবুর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা যায়।  

এর আগে গত বৃহস্পতিবার সকালে স্ত্রীর কাছে নেশার টাকা চেয়ে না পেয়ে তাকে মারধর করে বাড়ি থেকে বের করে দেন। পরে আলম শেখ তিন শিশুপুত্রকে জোর করে বিষপান করান।

বাকি দুই শিশু সিয়াম শেখ (১০) ও হাসান শেখ (৩) ফরিদপুর শেখ মুজিবুর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। তাদের অবস্থাও সংকটাপন্ন।  

শিশুদের মা সিমা বেগম জানান, তার স্বামী আলম শেখ মাদকাসক্ত। গত বৃহস্পতিবার নেশার টাকা চান।

টাকা না দেওয়ায় তাকে ব্যাপক মারধর করে বাড়ি থেকে বের করে দেন। ছেলেদের জোর করে বিষপান করান।  

তিনি আরও জানান , ‘এতে আমার এক ছেলে মারা গেছে। অন্য দুই শিশুও মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। আমি আমার স্বামী আলম শেখের দৃষ্টান্তমূলক শাস্তি ও বিচার দাবি করছি। যাতে অন্য কোনো পিতা তার সন্তানদের সঙ্গে এমন কাজ করতে না পারে। ’

আরও পড়ুন


কারাগার থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছেন দুই শিক্ষার্থী


মুকসুদপুর থানায় ওসি আবু বকর মিয়া জানান, ‘ওই শিশুদের পিতা আলম শেখ মাদকাসক্ত। নেশার টাকার জন্য তিনি প্রায়ই স্ত্রী সীমা বেগমকে মারপিট করতেন। গত বৃহস্পতিবার স্ত্রীর কাছে নেশার টাকা চাইলে না দেওয়ায় স্ত্রীকে পিটিয়ে বাড়ি থেকে বের করে দিয়ে নিজ হাতে তিন সন্তানকে জোর করে বিষপান করান। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য মুকসুদপুর হাসপাতালে ভর্তি করে। তাদের অবস্থার অবনতি হলে ওই দিনই ফরিদপুর শেখ মুজিবুর রহমান মেডিক্যাল কলেজ পাঠানো হয়। গত শুক্রবার ওই তিন শিশুকে মা সীমা বেগম বাড়িতে নিয়ে আসেন। গতকাল শনিবার তাদের অবস্থা আবার খারাপ হলে স্থানীয়দের আর্থিক সহায়তায় আবার ফরিদপুর মেডিক্যালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ রোববার সকালে হোসেন শেখ মারা যায়। ’

ওসি আরও জানান, ‘ওইদিনই (বৃহস্পতিবার) খালাতো ভাই মিলু ওই শিশুদের পিতা আলমকে শেখকে আসামি করে হত্যাচেষ্টা মামলা করেন। এ ঘটনায় ওই বাবাকে গ্রেপ্তার করা হয়। বর্তমানে তিনি গোপালগঞ্জ জেলা কারাগারে রয়েছেন। একটি শিশু মারা যাওয়ায় ওই মামলাটি হত্যা মামলা রূপান্তরিত হবে। ’

news24bd.tv/ কামরুল