মেস থেকে হাবিপ্রবির এক ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মেস থেকে হাবিপ্রবির এক ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

Other

দিনাজপুরের একটি মেস থেকে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একটি ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দিবাগত রাতে সদর উপজলার বাঁশেরহাট এলাকার একটি মেস থেকে মাধবী রানী বর্মন নামে ওই ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।

মাধবী রানী বর্মণ হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ১৭তম ব্যাচের সমাজ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী। তার বাড়ী পঞ্চগড় জেলায়।

স্থানীয়রা জানায়, বিশ্ববিদ্যালয়ের পাশে বাঁশেরহাট এলাকার একটি ছাত্রীনিবাসে থাকতো ওই ছাত্রী। গতকাল বৃহস্পতিবার বিকেলে মেসের একটি কক্ষ থেকে দরজা বন্ধ এবং কোন সাড়া শব্দ না পেয়ে কোতয়ালী পুলিশকে খবর দেয় মেস মালিক। পুলিশ খবর পেয়ে রাত ৯টায় ঘটনাস্থলে এসে ঘরের দরজা ভেঙ্গে ওই ছাত্রীর ফ্যানে ওরনা প্যাঁচানো ঝুলন্ত লাশ উদ্ধার করে।

দিনাজপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত (ওসি) মাজাফ্ফর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মেসের একটি কক্ষে ঝুলন্ত অবস্থায় হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্রীর লাশ উদ্ধার করা হয়েছে।

ময়না তদন্তের রিপোর্ট পাওয়ার পরেই জানানো যাবে এটি আত্মহত্যা নাকি হত্যা।

আরও পড়ুন


বঙ্গোপসাগরে পূণ্যস্নানের মাধ্যমে শেষ রাস উৎসব

news24bd.tv এসএম