কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে দুই নারী শ্রমিক নিহত

কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে দুই নারী শ্রমিক নিহত

অনলাইন ডেস্ক

গাজীপুরের কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে জেসমিন ও শাহীনুর নামের দুই নারী শ্রমিক নিহত হয়েছেন। আজ সকালে উপজেলার খঞ্জনা এলাকার আড়িখোলা রেলস্টেশনের টঙ্গী-ভৈরব রেলপথে এ দুর্ঘটনা ঘটে।

মারা যাওয়া জেসমিন ভাদগাতী এলাকার কবিরের স্ত্রী। আর শাহীনুর বড়নগর এলাকার কামরুলের সহধর্মিনী।

তারা স্থানীয় হা-মীম গ্রুপের শ্রমিক ছিলেন।

নরসিংদী রেলওয়ে থানার ওসি ইমায়েদুল জাহেদী জানান, সকালে ওই দুই নারী রেল সড়ক দিয়ে হেঁটে ভাদার্ত্তী এলাকায় কর্মস্থলে যাচ্ছিলেন। একপর্যায়ে খঞ্জনা এলাকায় পৌঁছালে ঢাকা থেকে ছেড়ে আসা পারাবত এক্সপ্রেস এবং একই সময়ে বিপরীত দিক থেকে অপর লাইন দিয়ে সুরমা মেইল ট্রেন চলে আসে।

আরও পড়ুন:


জাতীয় জাদুঘর প্রাঙ্গণ থেকে বঙ্গবন্ধুর ভাস্কর্য সরিয়ে নিতে চিঠি

এবার অন্যরকম পুরস্কার পেলেন জয়া

ইঁদুর মারার ফাঁদে প্রাণ গেল কৃষকের


এ সময় জেসমিন ও শাহীনুর খঞ্জনা এলাকায় থাকা রেলওয়ের সিগন্যাল খুঁটি সংলগ্ন স্থানে ছিল।

দুই দিক থেকে তারা ট্রেন আসতে দেখে ছুটোছুটি করতে গিয়ে সুরমা ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই নিহত হয়। তবে পুলিশ ঘটনাস্থলে পৌঁছার আগেই মরদেহ স্বজনরা নিয়ে গেছে।

হা-মীম গ্রুপের প্রশাসনিক কর্মকর্তা জিয়াউর রহমান জানান, ট্রেনে কাটা পড়ে নিহত জেসমিন ও শাহীনুর হা-মীম গ্রুপে শ্রমিক হিসেবে চাকরি করতেন।

news24bd.tv নাজিম