ক্রিকেটের সবচেয়ে পুরনো যুদ্ধ শুরু হচ্ছে আজ

সংগৃহীত ছবি

ক্রিকেটের সবচেয়ে পুরনো যুদ্ধ শুরু হচ্ছে আজ

অনলাইন ডেস্ক

রাত পোহালেই শুরু হতে যাচ্ছে  ক্রিকেটের সবচেয়ে পুরনো যুদ্ধ অ্যাশেজ। ব্রিসবেন ক্রিকেট গ্রাউন্ডে পাঁচ ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে মুখোমুখি হচ্ছে অস্ট্রেলিয়া-ইংল্যান্ড। সিরিজের পরের তিন ম্যাচ অনুষ্ঠিত হবে যথাক্রমে অডিলেড ওভাল, মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড ও সিডনি ক্রিকেট গ্রাউন্ডে। পঞ্চম টেস্টের ভেন্যু এখনো ঠিক হয়নি।

ইংল্যান্ড-অস্ট্রেলিয়া ৭২তম অ্যাশেজ সিরিজে মুখোমুখি হচ্ছে। এর আগে ৭১টি সিরিজে ৩৩বার বিজয়ী হয়েছে অস্ট্রেলিয়া। ইংল্যান্ড জয় করেছে ৩২টি সিরিজ। এছাড়াও ৬টি সিরিজে ড্র করেছে দুই দল

গতবার ইংল্যান্ডের মাটিতে ২-২ ব্যবধানে অ্যাশেজ সিরিজ ড্র হয়েছে।

এর আগেরবার ২০১৭-১৮ মৌসুমে নিজেদের মাটিতে ইংল্যান্ডকে ৪-০ ব্যবধানে হারিয়েছিল অস্ট্রেলিয়া। গত প্রায় চার বছর ধরেই অ্যাশেজ ট্রফি অস্ট্রেলিয়ার হাতে। এবারেও কী তারা ট্রফি নিজেদের কাছেই রেখে দিবে? নাকি ট্রফি পুনরুদ্ধার করবে ইংল্যান্ড? সিরিজের পরের চার টেস্ট অনুষ্ঠিত হবে যথাক্রমে ১৬-২০ ডিসেম্বর, ২৬-৩০ ডিসেম্বর, ৫-৯ জানুয়ারি ও ১৪-১৮ জানুয়ারি।

মোট সিরিজ : ৭১

অস্ট্রেলিয়ার জয় : ৩৩

ইংল্যান্ডের জয় : ৩২

দুই দলের ড্র : ৬


news24bd.tv/আলী