সৌদিকে রুখে দিল ইয়েমেনি যোদ্ধারা

ইয়েমেনি যোদ্ধারা।

সৌদিকে রুখে দিল ইয়েমেনি যোদ্ধারা

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

সৌদি আরব এবং তাদের মিত্র সংযুক্ত আরব আমিরাতের সেনাদের সমুদ্রভিত্তিক অভিযান ব্যর্থ করে দিয়েছে ইয়েমেনের হুথি আনসারুল্লাহ যোদ্ধারা। হুদায়দা বন্দরনগরীতে সৌদি ও আমিরাতি সেনারা এ অভিযান চালায়।

হুথি কর্মকর্তা দেফাল্লা আশ-শামি বুধবার লেবাননের আল-মায়াদিন টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে এ খবর প্রচার করে।

খবরে বলা হয়েছে, সৌদি জোটের সেনারা হুদায়দার দিকে আদৌ এগুতে পারেনি।

হুদায়দা বন্দরে তাদের অবতরণের প্রচেষ্টা নস্যাৎ করে দেওয়া হয়েছে। এটা আমাদের জন্য বড় পাওয়া। আমরা সফলও হয়েছি।

এদিকে, সংযুক্ত আরব আমিরাতের বার্তা সংস্থা ওয়াম জানিয়েছে, ইয়েমেনে তাদের চার সেনা নিহত হয়েছে।

হুথি আন্দোলনের নিয়ন্ত্রণ থেকে হুদায়দা বন্দরনগরীকে দখলে নেওয়ার লক্ষ্যে সৌদি জোটের সেনারা গতকাল শহরটির ওপর আগ্রাসন চালায়। হুদায়দা বন্দর ইয়েমেনে আন্তর্জাতিক সহযোগিতা পৌঁছানোর একমাত্র পথ।

সৌদি জোটের অভিযোগ, হুদায়দা বন্দর দিয়ে হুথি যোদ্ধারা অস্ত্রের চালান আনে। তবে হুথি আন্দোলন এ অভিযোগ নাকচ করে আসছে।


(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর