কোনো অজুহাত না দেখিয়ে স্কুল খোলা রাখার আহ্বান ইউনিসেফের

সংগৃহীত ছবি

কোনো অজুহাত না দেখিয়ে স্কুল খোলা রাখার আহ্বান ইউনিসেফের

অনলাইন ডেস্ক

করোনা মহামারিতে বিশ্বজুড়ে স্কুল বন্ধ থাকায় ব্যাপক ক্ষতি হচ্ছে শিশুদের পড়াশোনায়। এমন অবস্থায় কোনো অজুহাত না দেখিয়ে স্কুল খোলা রাখার আহ্বান জানিয়েছে জাতিসংঘের শিশুবিষয়ক তহবিল ইউনিসেফ।

ইউনিসেফের নির্বাহী পরিচালক হেনরিয়েটা ফোর এক বিবৃতিতে এ আহ্বান জানান।  বিবৃতিতে আরও জানানো হয়, স্কুলগুলো পুরোপুরি বা আংশিক বন্ধ থাকার কারণে বর্তমানে বিশ্বে প্রায় ৬১ কোটি ৬০ লাখ শিশু ক্ষতিগ্রস্ত হচ্ছে।

আরও পড়ুন:

মিয়ানমারে বেসামরিক শাসন পুনরুদ্ধার করতে জাতিসংঘের আহ্বান

দেশে এখন আর না খেয়ে কেউ মারা যায় না : কৃষিমন্ত্রী

এরই মাঝে ওমিক্রনের বিস্তার যাতে শিশুদের পড়াশোনাকে ব্যাহত করতে না পারে, সে জন্য সব ধরনের ব্যবস্থা নিতে এই আহ্বান জানালো সংস্থাটি। এছাড়া পড়াশোনার ক্ষেত্রে বিপর্যয় এড়াতে এবং শিশুদের সুশিক্ষার পথে ফিরিয়ে আনতে ইউনিসেফ আরও কিছু সুপারিশও করেছে।

ইউনিসেফ বলছে, প্রথম সারির স্বাস্থ্যকর্মী এবং উচ্চ-ঝুঁকিপূর্ণদের টিকা দেওয়া হলে শিক্ষক এবং স্কুল কর্মীদের কোভিড-১৯ টিকা গ্রহণে অগ্রাধিকার দেওয়া উচিত।

news24bd.tv/এমি-জান্নাত