মিয়ানমারে বেসামরিক শাসন পুনরুদ্ধার করতে জাতিসংঘের আহ্বান

ছবি : আলজাজিরা

মিয়ানমারে বেসামরিক শাসন পুনরুদ্ধার করতে জাতিসংঘের আহ্বান

অনলাইন ডেস্ক

মিয়ানমারের জনগণের বিরুদ্ধে নিপীড়ন বন্ধ করে অবিলম্বে বেসামরিক শাসন পুনরুদ্ধারের আহ্বান জানিয়েছে জাতিসংঘ।

জান্তা সরকারের ওপর চাপ সৃষ্টিতে করতে বিশ্ব নেতাদের প্রতি জোরালো দাবি জানান সংস্থাটির মানবাধিকার বিষয়ক প্রধান মিশেল ব্যাচেলেট।

জাতিসংঘের মানবাধিকার সংস্থার পক্ষ থেকে বলা হয়েছে, গত ১ ফেব্রুয়ারিতে মিয়ানমারে অভ্যুত্থানের পর এ পর্যন্ত সামরিক বাহিনীর হাতে প্রাণ গেছে কমপক্ষে দেড় হাজার বেসামরিক মানুষের। বন্দির সংখ্যা ছাড়িয়েছে সাড়ে ১১ হাজার।

আরও পড়ুন:

দেশে এখন আর না খেয়ে কেউ মারা যায় না : কৃষিমন্ত্রী

ব্যাচেলেট বলেন, মায়ানমারে মানবাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধার করার এবং মানবাধিকার লঙ্ঘন ও অপব্যবহারে অপরাধীদের জবাবদিহিতার আওতায় আনা নিশ্চিত করার প্রচেষ্টার জন্য এটিই সঠিক সময়।

news24bd.tv/এমি-জান্নাত