নতুন সিইসি ‘বিএনপি’ প্রসঙ্গে যা জানালেন

সংগৃহীত ছবি

নতুন সিইসি ‘বিএনপি’ প্রসঙ্গে যা জানালেন

অনলাইন ডেস্ক

সাবেক জ্যেষ্ঠ সচিব কাজী হাবিবুল আউয়ালকে নতুন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) হিসেবে নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ। আজ শনিবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।   এদিকে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ পাওয়ার পর গণমাধ্যমের কাছে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়েছেন তিনি।  

শনিবার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় গণমাধ্যমের কাছে তিনি বলেন, প্রধান নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ পাওয়ার পর চ্যালেঞ্জ হচ্ছে- বিএনপিকে নির্বাচনে নিয়ে আসা।

নির্বাচন কমিশনের ওপর বিএনপির আত্ম-বিশ্বাস ফেরানোর চেষ্টা করা হবে।

তিনি আরও বলেন, আমাদের প্রচেষ্টা থাকবে বিএনপির মতো বড় দলকেও নির্বাচনে নিয়ে আসা। বিএনপি যাতে নির্বাচনে অংশগ্রহণ করেন সেটির চেষ্টা থাকবে নির্বাচন কমিশনের।

প্রধান নির্বাচন কমিশনার ছাড়াও নতুন নির্বাচন কমিশনার হয়েছেন অবসরপ্রাপ্ত জেলা এবং দায়রা জজ বেগম রাশিদা সুলতানা, অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আহসান হাবীব খান, অবসরপ্রাপ্ত সিনিয়র সচিব মো. আলমগীর ও অবসরপ্রাপ্ত সিনিয়র সচিব আনিছুর রহমান।

রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ আগামী পাঁচ বছরের জন্য প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনার পদে তাঁদের নিয়োগ দিয়েছেন।

উল্লেখ্য, কেএম নূরুল হুদার নেতৃত্বাধীন সর্বশেষ বিদায়ী ইসির মেয়াদ গত ১৪ ফেব্রুয়ারি শেষ হয়।  

news24bd.tv/আলী