সুবর্ণচরে পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে পিটিয়ে হত্যার অভিযোগ

প্রতীকী ছবি

সুবর্ণচরে পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে পিটিয়ে হত্যার অভিযোগ

নোয়াখালী প্রতিনিধি:

পাওনা টাকা নিয়ে দ্বন্দ্বের জেরে নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। নিহতের নাম মো. রাসেদ (১৯)। তিনি উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের আদর্শ কলোনীর মৃত মো. সাহাব উদ্দিনের ছেলে।  

বৃহস্পতিবার রাত ৯টার দিকে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের বাতেন মার্কেট সংলগ্ন আদর্শ কলোনীতে এ ঘটনা ঘটে।

ঘটনার পর থেকে অভিযুক্ত তাজুল ইসলাম পলাতক রয়েছে। তাজুল ইসলাম একই এলাকার এনামুল হকের ছেলে।

স্থানীয় ইউপি সদস্য আমির হোসেন জানান, তাজুল রাসেদের খালাতো বোনের জামাই। তারা একই কলোনীতে বসবাস করে।

পাওনা টাকা চাওয়া নিয়ে তাজুলের সঙ্গে কয়েকদিন আগে রাসেদের বিরোধ দেখা দেয়। এর জের ধরে গত বুধবার ২মার্চ বিকেলে রাসেদকে পিড়ি দিয়ে মাথায় আঘাত করে গুরুতর আহত করে তাজুল ইসলাম।  

এরপর বৃহস্পতিবার রাত ৮টার দিকে আদর্শ কলোনীর হাসেম মাঝির বসত ঘরে রাসেদকে পুনরায় তাজুল মারধর করে। এতে গুরুতর আহত হন রাসেদ। একপর্যায়ে রাসেদ ছাড়া পেয়ে বসত ঘরের সামনে এসে মাটিতে লুটিয়ে পড়ে সেখানেই মারা যায়। খবর পেয়ে রাত সাড়ে ৩টার দিকে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

চরজব্বর থানার উপ পরিদর্শক (এসআই) দ্বীপক জানান, সুরতহাল শেষে শুক্রবার সকালে মরদেহ ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তিনি বলেন, ভুক্তভোগী পরিবারের লিখিত অভিযোগের ভিত্তিতে এ ঘটনায় আইনগত প্রদক্ষেপ নেওয়া হবে।

news24bd.tv/ কামরুল