চট্টগ্রামে বাড়ছে হৃদরোগে আক্রান্তের হার

নয়ন বড়ুয়া জয়

চট্টগ্রামে বাড়ছে হৃদরোগে আক্রান্তের হার। ধুঁকে ধুঁকে চলছে চট্টগ্রাম মেডিকেলের হৃদরোগ বিভাগ। ৫ কোটি টাকার এনজিওগ্রাম মেশিনের সেবা বন্ধ ৭ মাস ধরে। একটি এনজিওগ্রাম মেশিন দিয়েই চলে সক্ষমতার পাঁচগুণ বেশি রোগীর পরীক্ষা।

 

অনেকটা জোড়াতালি দিয়েই চলছে চট্টগ্রাম মেডিকেলের স্পর্শকাতর হৃদরোগ বিভাগ। গরিব রোগীদের জন্য এই হাসপাতালটি বড় আশ্রয় হলেও যথাযথ চিকিৎসা সুবিধা না পেয়ে অনেক রোগীকেই চোখের জল ফেলে চলে যেতে হয় বাড়িতে। গুরুত্বপূর্ণ এই হৃদরোগ ওয়ার্ডে রোগীর ধারণ ক্ষমতা ৬০ জন হলেও রোগী ভর্তি  ২শ জনের বেশি। এর মধ্যে সাত মাস ধরে অকেজো হয়ে পড়ে আছে ৫ কোটি টাকার এনজিওগ্রাম মেশিন।

শুধু মাত্র একটি এনজিওগ্রাম মেশিন চালু থাকায় দুর্ভোগে রোগীরা।

চিকিৎসকরা বলছেন হৃদরোগে আক্রান্তের হার বেড়ে যাওয়ায় হিমশিম খেতে হচ্ছে তাদের। সঠিক সময়ে এনজিওগ্রাম করতে না পারায় মৃত্যুও হচ্ছে অনেকের।

নষ্ট হয়ে যাওয়া এনজিওগ্রাম মেশিন দ্রুত মেরামত করতে মন্ত্রণালয়ে চিঠিও দিয়েছে চট্টগ্রাম মেডিকেল কর্তৃপক্ষ।

চট্টগ্রামের কয়েকটি বেসরকারী হাসপাতালে স্বল্প পরিসরে হৃদরোগ চিকিৎসার ব্যবস্থা থাকলেও নেই কোন স্বতন্ত্র হৃদরোগ হাসপাতাল।
news24bd.tv/আলী