এইচএসসিতে পাশের হার ৬৬.৬৪%

এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ হয়েছে আজI সংগৃহীত ছবি

এইচএসসিতে পাশের হার ৬৬.৬৪%

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

চলতি বছর এইচএসসি ও সমমানের পরীক্ষায় পাশের হার ৬৬ দশমিক ৬৪ শতাংশ। গেল বছর পাশের হার ছিল ৬৮ দশমিক ৯১ শতাংশ। গেলবারের চেয়ে এবার পাশের হার কমেছে ২ দশমিক ২৭ শতাংশ।

এ বছর ১০ বোর্ডে পরীক্ষায় অংশ নিয়েছিল মোট ১২ লাখ ৮৮ হাজার ৭৫৭ জন শিক্ষার্থী।

মোট পাশ করেছে ৮ লাখ ৫১ হাজার ৭০১ জন, যা ২০১৭ সালের চেয়ে ৫৭ হাজার ৯০ জন বেশি।  এ বছর জিপিএ ৫ পেয়েছে ২৯ হাজার ২৬২ শিক্ষার্থী।

৮ বোর্ডে জিপিএ ৫ পেয়েছে ২৫ হাজার ৫৬২ জন, এখানে পাশের হার ৬৪.৫৫%। মাদ্রাসা বোর্ডে জিপিএ ৫ পেয়েছে ১৬৪৪ জন।
এই বোর্ডে পাশের হার আশাব্যঞ্জক,  ৭৮.৬৭%। কারিগরি বোর্ডে পাশ করেছে ৭৫.৫০% শিক্ষার্থী।

চলতি বছরের এইচএসসিতে ছাত্রী পাশের হার ৬৯.৭২ % এবং ছাত্র পাশের হার ৬৩. ৮৮%।

আজ (১৯ জুলাই) সকালে প্রধানমন্ত্রীর কাছে এইচএসসির ফলাফলের সারসংক্ষেপ উপস্থাপন করেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। এ সময় সকল বোর্ডের চেয়ারম্যানবৃন্দ উপস্থিত ছিলেন।

সারসংক্ষেপ তুলে ধরে সংক্ষিপ্ত বক্তৃতায় শিক্ষামন্ত্রী উপরিউক্ত তথ্য তুলে ধরেন।

দুপুর দেড়টা থেকে শিক্ষার্থীরা নিজ শিক্ষা প্রতিষ্ঠান থেকে কিংবা অনলাইনে ফল জানতে পারবে।


অরিন/নিউজ টোয়েন্টিফোর

সম্পর্কিত খবর