সিরিয়ায় মার্কিন জোটের হামলায় বহু হতাহত

মার্কিন জোটের যুদ্ধজাহাজ থেকে জঙ্গিবিমান উড়ছে।

সিরিয়ায় মার্কিন জোটের হামলায় বহু হতাহত

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

সিরিয়ার দেইর আজ-যোর প্রদেশে নতুন করে নির্বিচারে বিমান হামলা চালিয়েছে মার্কিন নেতৃত্বাধীন আন্তর্জাতিক জোট। এতে বহু বেসামরিক মানুষ হতাহত হয়েছে।

সিরিয়ার সরকারি বার্তা সংস্থা সানা এ খবর প্রচার করে।

খবরে জানানো হয়, দেইর আজ-যোর প্রদেশের বুকামাল শহরের কাছেই এ হামলা হয়।

সূত্র জানিয়েছে, আস-সুসাহ শহর থেকে পলায়নরত লোকজনের ওপর মার্কিন জোট বিমান হামলা চালায়। তাদের ওপর উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশও হামলা চালিয়েছে। গত কয়েকদিনে মার্কিন জোটের অব্যাহত বিমান হামলায় বহু মানুষ সুসাহ শহর ছেড়ে চলে গেছে।

২০১৪ সাল থেকে মার্কিন নেতৃত্বাধীন জোট প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সরকার কিংবা জাতিসংঘের অনুমোদন ছাড়াই সিরিয়ার ওপর বিমান হামলা চালিয়ে আসছে।

তারা দায়েশের বিরুদ্ধে হামলা চালাচ্ছে বলে দাবি করলেও এ পর্যন্ত মার্কিন নেতৃত্বধীন জোটের হামলায় দায়েশের বড় কোনো ক্ষয়ক্ষতির নমুনা দেখা যায়নি। বরং বেসামরিক লোকজন নিহত হয়েছে। দায়েশকে উল্টো সহযোগিতা করার বহু খবর বের হয়েছে।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)
 

সম্পর্কিত খবর