টাঙ্গাইলে ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

টাঙ্গাইলে ১৫শ পিস ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

টাঙ্গাইলে ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইলে ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে শহরের কান্দাপাড়ার পতীতা পল্লীর ভিতর থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১৫শ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন ঘাটাইল উপজেলার ছলিম উদ্দিনের ছেলে, টাঙ্গাইল জেল কারারক্ষী আব্দুল জলিল, দেলদুয়ার উপজেলার কুপাখী পূর্বপাড়া এলাকার মৃত লেবু মিয়ার ছেলে খাইরুজ্জামান (৩৮), মির্জাপুর উপজেলার পাকুল্লা এলাকার মৃত মোস্তাক মিয়ার ছেলে বোরহান মিয়া (২৬) বাগেরহাটের মংলা বন্দর এলাকার মৃত ইব্রাহিমের মেয়ে নদী খাতুন (২৪)।

শুক্রবার দুপুরে টাঙ্গাইল মডেল থানার ওসি সায়েদুর রহমান সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

মডেল থানার ওসি সায়েদুর রহমান বলেন, পুলিশ গোপন সংবাদে উপ-পরিদর্শক (এসআই) মোঃ আব্দুল কুদ্দুস মৃদা ও এস আই বাশার মোল্লার নেতৃত্বে  জানতে পারে কান্দাপাড়া পতীতা পল্লীর ভিতরের মাদক দ্রব্য কেনা-বেচা হচ্ছে। এমন সংবাদের ভিত্তেতে পুলিশ অভিযান চালিয়ে ৩ জনকে গ্রেপ্তার করে। পরে তাদের কাছ থেকে ১২শ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত ইয়াবার মূল্য ৩ লাখ ৬০ হাজার টাকা। গ্রেপ্তারা দীর্ঘদিন ধরে মাদক ব্যসায়ার সাথে জড়িত।  

অপরদিকে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল বৃহস্পতিবার রাতে শহরের ডিস্ট্রিক গেইট এলাকায় অভিযান চালায়। এ সময় কারারক্ষী (জেলপুলিশ) আব্দুল জলিলকে গ্রেপ্তার করা হয়। পরে তার কাছ থেকে ৩৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

 

(নিউজ টোয়েন্টিফোর/কামরুল)

সম্পর্কিত খবর