ইন্টারপোলের ১৯২তম সদস্য হল ফিলিস্তিন

ইন্টারপোলের ১৯২তম সদস্য হল ফিলিস্তিনI-সংগৃহীত ছবি

ইন্টারপোলের ১৯২তম সদস্য হল ফিলিস্তিন

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

আন্তর্জাতিক পুলিশ সংস্থার (ইন্টারপোল) সদস্য পদ অর্জন করেছে মধ্যপ্রাচ্যের বহুল আলোচিত ও স্বাধীনতাকামী রাষ্ট্র ফিলিস্তিন।  সংস্থাটির বার্ষিক সাধারণ অধিবেশনে বুধবার ফিলিস্তিনের সদস্য পদের অনুমোদন দেওয়া হয়।

ফিলিস্তিনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য মতে, ৫০টির বেশি আন্তর্জাতিক সংগঠন ও চুক্তির অংশীদার হয়েছে তারা। আন্তর্জাতিক অপরাধ আদালত ও জাতিসংঘের জাতীয় ঐতিহ্যবিষয়ক সংস্থা ইউনেসকোসহ অনেক সংস্থাই এ তালিকায় রয়েছে।

 

এর আগে ২০১২ সালে তারা জাতিসংঘের পর্যবেক্ষকের মর্যাদা পায়। এবার তারা পেল আইন-শৃঙ্খলা রক্ষাকারী আন্তর্জাতিক সংস্থা ইন্টারপোলের সদস্য পদ।

জাপানের পেইচিংয়ে অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় ইন্টারপোল গতকাল ফিলিস্তিনকে সদস্য হিসেবে গ্রহণ করে। সাধারণ সভায় উপস্থিত সদস্য দেশগুলোর মোট ভোটের দুই-তৃতীয়াংশ ভোটে ফিলিস্তিনের সদস্য পদের সম্মতি দেওয়া হয়।

ফিলিস্তিন কত ভোটে সদস্য পদ পেয়েছে, তা সরাসরি উল্লেখ না করে ইন্টারপোল নিজেদের টুইটার বিবৃতিতে জানায়, ‘নতুন সদস্য রাষ্ট্র ফিলিস্তিন ও সলোমন আইল্যান্ডস ইন্টারপোলের সদস্যসংখ্যা ১৯২-এ উন্নীত করেছে। ’

আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানায়, ইন্টারপোলে ফিলিস্তিনের সদস্য পদ প্রাপ্তি ঠেকাতে ইসরায়েল জোর লবিং করেছে। গত বছর ওই সংস্থায় ফিলিস্তিনের যোগদানপ্রক্রিয়া স্থগিত হয়ে যাওয়ায় ইসরায়েল জয়ের আনন্দও করেছে।

ফিলিস্তিনের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জিব্রিল রাজুব ইসরায়েলের বিরোধিতার প্রসঙ্গে গত রবিবার বলেছিলেন, ‘ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার পথে কোনো অগ্রগতি তারা চায় না। ’ তবে এ বছর ফিলিস্তিনের চেষ্টা সফলতার মুখ দেখেছে। এ ব্যাপারে ইসরায়েল সরকারের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

তবে ইসরায়েলের সাবেক কূটনীতিক ও আইন বিশেষজ্ঞ আলান বেকার ইন্টারপোলে ফিলিস্তিনের সদস্য পদ প্রাপ্তির ব্যাপারে বলেন, ‘এটা (ফিলিস্তিনের) রাজনৈতিক চাল। কারণ তারা (ইসরায়েলের সঙ্গে) সমঝোতায় আগ্রহী নয়। তারা আন্তর্জাতিক সংস্থাগুলোর মাধ্যমে সরাসরি ফল পাওয়ার চেষ্টা করছে, একটা রাষ্ট্র পেতে চাচ্ছে। ’ প্রসঙ্গত, জেরুজালেমের দখল নিয়ে ইসরায়েল-ফিলিস্তিন সংকট তো আছেই, এর ওপর ইসরায়েলের দখলে রয়েছে ফিলিস্তিনের বিশাল ভূখণ্ড।

সম্পর্কিত খবর