খুলনায় এক মাসে ৫১৫ মামলা

প্রতীকী ছবি

খুলনায় এক মাসে ৫১৫ মামলা

খুলনা প্রতিনিধি

খুলনায় ডাকাতি, খুন, নারী নির্যাতনসহ গত এক মাসে ৫১৫টি মামলা হয়েছে। এর মধ্যে ধর্ষণ, খুন, পাচার ও নারী নির্যাতনের ঘটনায় ৩১টি মামলা হয়েছে। মাদক মামলা হয়েছে ৩২৫টি। এর আগে জুন মাসে খুলনা মহানগরী ও নয় উপজেলায় মামলা হয় ৫৩৮টি।

গতকাল রোববার জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় এসব তথ্য জানানো হয়। খুলনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা ম্যাজিস্ট্রেট মো. আমিন উল আহসান। ঈদে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, নিরাপদ সড়ক বাস্তবায়ন ও মাদকসহ অবৈধ হকার নিয়ন্ত্রণে সভায় ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত হয়।

এতে খুলনা জেলা পরিষদ চেয়াম্যান শেখ হারুনুর রশীদ, পুলিশ সুপার এসএম শফিউল্লাহ, সিভিল সার্জন, উপজেলা পরিষদের চেয়ারম্যান, ইউএনও ও কেএমপি’র প্রতিনিধি উপস্থিত ছিলেন।

(নিউজ টোয়েন্টিফোর/শাহীন/তৌহিদ)

এই রকম আরও টপিক

সম্পর্কিত খবর