ঠাকুরগাঁওয়ে বিএনপির কর্মসূচিতে পুলিশের লাঠিচার্জ

পুলিশের লাঠিচার্জে আহত এক বিএনপি কর্মী

ঠাকুরগাঁওয়ে বিএনপির কর্মসূচিতে পুলিশের লাঠিচার্জ

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

‘চলো যাই যুদ্ধে, দেশ মাতার মুক্তির লক্ষ্যে’ এই স্লোগানে ঠাকুরগাঁও বিএনপির বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচিতে পুলিশের লাঠিচার্জে দলটির অন্তত ৩০ নেতা-কর্মী আহত হয়েছে।  

আজ (৩ অক্টোবর, বুধবার) দুপুর ১২টায় জেলা বিএনপির কার্যালয়ের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গেলে পুলিশের বাধার মুখে তা পণ্ড হয়ে যায়।  

বিক্ষোভ কর্মসূচি চলাকালে পুলিশ দাঁড়িয়ে থাকা নেতা-কর্মীদের হাত থেকে ব্যানার কেড়ে নিলে বাগবিতণ্ডার সৃষ্টি করে। পরে পুলিশ বেপরোয়াভাবে বিএনপির নেতা-কর্মীদের ওপর লাঠিচার্জ শুরু করে ছত্রভঙ্গ করে দেয়।

পুলিশের লাঠিচার্জে বিএনপির ৫ নেতা-কর্মী গুরুতর আহত এবং আরও ২৫ জন আহত হয়। পরে আহতদের উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়।

বিএনপির বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান, সাধারণ সম্পাদক ফয়সাল আমিন, ছাত্রদলের সভাপতি কায়েসসহ দলের অন্যান্য নেতা-কর্মীরা।

উল্লেখ্য, পুলিশের লাঠিচার্জের তীব্র নিন্দা জানিয়ে বিক্ষোভ শেষে জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান বক্তব্য প্রদান করেন।

পরে কর্মসূচির অংশ হিসেবে জেলা প্রশাসক বরাবর একটি স্বারকলিপি প্রদান করা হয়।


অরিন▐ NEWS24