ব্রিজ ভেঙে ট্রাক্টর খালে, চালক নিহত

ব্রিজ ভেঙে ট্রাক্টর খালে। প্রতীকী ছবি

ব্রিজ ভেঙে ট্রাক্টর খালে, চালক নিহত

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

কুমিল্লার দাউদকান্দির কদমতলিতে ব্রিজ ভেঙে ট্রাক্টর খালে পড়ে গেছে। এতে খোকন মিয়া (২৪) নামে এক চালক নিহত হয়েছেন। সোমবার এ দুর্ঘটনা ঘটে।

নিহত খোকন মিয়া (২৪) সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার মোগারচর গ্রামের মো. আজমল মিয়ার ছেলে।

স্থানীয়রা জানায়, কদমতলীর একতা ইটভাটা থেকে ট্রাক্টর ভর্তি ইট নিয়ে দাউদকান্দি বাজার যাওয়ার পথে কদমতলী খালের উপর নির্মিত কদমতলী-কেডিসি ব্রিজে উঠলে ট্রাক্টরসহ ব্রিজটি ভেঙে পড়ে। এতে ঘটনাস্থলে চালক খোকন মিয়া নিহত হন।

ব্রিজটি ২০০৩ সালে কদমতলী খালের উপর নির্মিত হয়। মাত্র ১৫ বছরে ব্রিজটি ভেঙে পড়ায় কাজের মান নিয়ে প্রশ্ন উঠেছে।

দাউদকান্দি মডেল থানা পুলিশ ও দাউদকান্দি ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করে।

এদিকে, ঘটনাস্থল পরিদর্শন করে দাউদকান্দি উপজেলা নির্বাহী অফিসার মো. মাহবুব আলম জানান, ব্রিজটি দিয়ে সিএনজিচালিত অটোরিকশা জাতীয় পরিবহন চলাচল করতো। ভারী পরিবহন চলাচলে নিষেধাজ্ঞা ছিল। ইট নিয়ে ট্রাক্টর চলাচল করতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)