ইন্দোনেশিয়ায় ফের ভূমিকম্প নিহত ৩

ছবি-সংগৃহীত

ইন্দোনেশিয়ায় ফের ভূমিকম্প নিহত ৩

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

ইন্দোনেশিয়ায় ফের ভূমিকম্প আঘাত হেনেছে, যার মাত্রা ছিল ৬ দশমিক ৪। দেশটির পূর্ব জাভার বালি দ্বীপ এবং ওয়েস্ট নুসা তেনগ্গারা প্রদেশের লোম্বোক দ্বীপে ভূমিকম্পটির আঘাতে একটি শিশুসহ কমপক্ষে তিনজন নিহত হয়েছেন।

স্থানীয় সময় বুধবার দিনগত রাত একটা ৫৭ মিনিটে ভূমিকম্পটি অনুভূত হয় বলে দেশটির আবহাওয়া, জলবায়ু ও ভূপ্রকৃতিবিদ্যা সংস্থার(বিএমকেজি) বরাত দিয়ে জানিয়েছে ‘দ্য জাকার্তা পোস্ট’।

দেশটির জাতীয় দুর্যোগ মোকাবেলা সংস্থা(বিএনপিবি) তিনজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে, মৃতদের মধ্যে শিশুটির বয়স সাত বছর এবং এক নারীর বয়স ৫৫ বছর।

অপর জনকে শনাক্ত করা যায়নি।

বিএনপিবির মুখপাত্র সুতোপো নুগরোহো এক বিবৃতিতে বলেন, একটি ভবনে ঘুমিয়ে ছিলেন মৃতরা। হঠাৎ ভূমিকম্পে ভবনটি ধসে পড়ে। তাই তারা পালিয়ে নিজেদের রক্ষা করতে পারেনি।

জানা গেছে, সুমেনেপ রিজেন্সির বেশ কয়েকটি বসতবাড়ি এবং কমপক্ষে একটি মসজিদ ক্ষতিগ্রস্ত হয়েছে।

উল্লেখ্য, গত মাসে ইন্দোনেশিয়ার সুলাওয়েসি দ্বীপে ৭ দশমিক ৫ মাত্রার ভূমিকম্পের পর সুনামির আঘাতে দুই হাজারেরও বেশি মানুষ মারা যান।

 

NEWS24কামরুল

সম্পর্কিত খবর