ভারতে তিতলির তাণ্ডবে নিহত ২

ছবি-সংগৃহীত

ভারতে তিতলির তাণ্ডবে নিহত ২

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

ঘূর্ণিঝড় তিতলির তাণ্ডবে ভারতের অন্ধ্রপ্রদেশে সৃষ্ট ভমিধসে দুইজন নিহত হয়েছেন। নিহতরা হলেন রাজ্যটির শ্রীকাকুলাম জেলার সরুবুজ্জিলি গ্রামের মুড়ল্লা সুরিয়া রাও (৫৫) এবং থুড়ি অপ্পলা নরসম্মা (৬২)।

বৃহস্পতিবার ভূমিধসে মুড়ল্লার বসতবাড়িটি ধসে পড়ার সময় ঘরের মধ্যে থাকায় তার মৃত্যু হয়। অন্যদিকে নরসম্মা গাছের নিচে চাপা পড়ে মারা যান বলে জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।

শ্রীকাকুলামের কর্মকর্তাদের সঙ্গে টেলিকনফারেন্স করেছেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইড়ু। আজ সন্ধ্যার মধ্যেই তিনি জেলাটিতে সফর করবেন বলে আশা করা হচ্ছে।

এদিকে তিতলির প্রভাবে লণ্ডভণ্ড হয়ে গেছে উড়িষ্যার গোপালপুর। গঞ্জামসহ উপকূলীয় জেলাগুলো ভারীবর্ষণ শুরু হয়েছে।

গাছ এবং বিদ্যুতের পোল পড়ে বেরহমপুর ও গোপালপুরের যোগাযোগ ব্যবস্থা এবং গজপতি জেলার টেলিকমিউনিকেশনও বিচ্ছিন্ন হয়েছে।

 

NEWS24কামরুল

 

সম্পর্কিত খবর