সৌদি ট্যাংক উড়িয়ে দিল হুথিরা

যুক্তরাষ্ট্রের তৈরি সৌদি ট্যাংক

সৌদি ট্যাংক উড়িয়ে দিল হুথিরা

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

ইয়েমেনের হুথি আনসারুল্লাহ যোদ্ধাদের হামলায় সৌদির একটি আব্রাহাম ট্যাংক ধ্বংস হয়েছে। ট্যাংক ধ্বংসের একটি ভিডিও ইয়েমেন অবজরাভার টুইটার অ্যাকাউন্টে পোস্ট করা হয়েছে।

সৌদি আরবের দক্ষিণাঞ্চলীয় জিজান প্রদেশে এ যুদ্ধ সংঘটিত হয়।

ভিডিওতে দেখা যাচ্ছে- অগ্রসরমান হুথি যোদ্ধারা সৌদি আরবের একটি আব্রাহাম ট্যাংক থামানোর চেষ্টা করছে।

এসময় ট্যাংক থেকে হুথি যোদ্ধাদের লক্ষ্য করে গোলা ছোঁড়া হয়। তবে ট্যাংকের জন্য কোনো ইনফ্যান্ট্রি কভারিং ছিল না।

লড়াইয়ের সময় হুথিরা ওই ট্যাংক লক্ষ্য করে গোলা ছোঁড়ে এবং ট্যাংক থেকে ক্রুরা বেরিয়ে পালিয়ে যায়। এরপর হুঁথি যোদ্ধারা আব্রাহাম ট্যাংকে আগুন ধরিয়ে দেয়।

তবে আমেরিকা থেকে সরবরাহ করা সৌদি আরবের অত্যাধুনিক ট্যাংক আব্রাহামকে ধ্বংস করতে কী ধরনের অস্ত্র ব্যবহার করা হয়েছে তা জানা যায়নি।  

আব্রাহাম আমেরিকার প্রধান যুদ্ধ ট্যাংক। ১৯৮০ সালের দিক থেকে এ ট্যাংক গণভাবে উৎপাদন শুরু হয় এবং সৌদি আরবসহ বেশ কয়েকটি দেশ তা ব্যবহার করে থাকে।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর