সমাবেশে এত লোক আশা করিনি: এরশাদ

সমাবেশে এরশাদ ও অন্য জাপা নেতারা

সমাবেশে এত লোক আশা করিনি: এরশাদ

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, মানুষ পরিবর্তন চায়, দেশে পরিবর্তনের ঢেউ লেগেছে। মানুষ জাতীয় পার্টিকে ক্ষমতায় দেখতে চায়।

এরশাদ বলেন, আগামী নির্বাচনে জাপা ৩০০ আসনে প্রার্থী দেবে। জোটগতভাবে নির্বাচন করব।

রাজনৈতিক মেরুকরণ হবে।

শনিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় পার্টি আয়োজিত মহাসমাবেশে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, আজকের সমাবেশে আশানুরূপ লোক হয়েছে। এত লোক আশা করিনি।

জাতীয় পার্টি জেগে উঠেছে। আশার আলো দেখতে পাচ্ছে। সুষ্ঠু নির্বাচন হলে জাতীয় পার্টি ক্ষমতায় আসবে।

জাপা চেয়ারম্যান বলেন, তোমরা ঘরে ফিরে গিয়ে যোগ্য প্রার্থী নির্বাচন করে আমাকে দেবে। সেই যোগ্য প্রার্থীর মাধ্যমে আমরা আবার ক্ষমতায় আসব।

এরশাদ বলেন, সংসদে থাকা দলগুলো নিয়ে নির্বাচনকালীন সরকার গঠন করতে হবে এবং নির্বাচনের জন্য অনুকূল পরিবেশ তৈরি করতে হবে।

মহাসমাবেশে বক্তব্য দেন- বিরোধীদলীয় নেত্রী ও জাপার সিনিয়র কো-চেয়ারম্যান রওশন এরশাদ। সমাবেশ উপলক্ষে উদ্যানে নেতাকর্মীদের ঢল নামে।

একইসঙ্গে সংসদে প্রতিনিধিত্ব আছে এমন দল থেকে নির্বাচনকালীন সরকার গঠনের জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর