বাল্যবিয়ে: বর ও কাজী কারাগারে

বাল্যবিয়ের সাজা পেল বর-কাজী

বাল্যবিয়ে: বর ও কাজী কারাগারে

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

রাজশাহীর বাগামারায় অপ্রাপ্তবয়স্ক প্রেমিকাকে নিয়ে পালিয়ে বিয়ের পর তাদের আটক করে পুলিশ। পরে বাল্যবিয়ের দায়ে বর ও কাজীকে কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার রাত ১০টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিউল ইসলাম এ ঘটনায় বর ও কাজীকে কারাদণ্ড দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- নাটোরের নলডাঙ্গা উপজেলার কুমারপুর গ্রামের আব্দুল করিমের ছেলে বর স্বপন রহমান (১৯) ও বাগামারা উপজেলার শ্রীপুর ইউনিয়নের কাজী রেজাউল করিম।

বাগমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকিউল ইসলাম বলেন, অপ্রাপ্তবয়স্ক মেয়ের বিয়ে পড়ানোর দায়ে কাজীকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। পাশাপাশি অপ্রাপ্তবয়স্ক মেয়েকে বিয়ের দায়ে বরকে একমাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। ওই কিশোরীকে তার পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর