গুজব ছড়িয়ে বিভ্রান্তি, জবাব ৩০ তারিখে: রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী। 

গুজব ছড়িয়ে বিভ্রান্তি, জবাব ৩০ তারিখে: রিজভী

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

বিএনপি নেতাদের কণ্ঠস্বর নকল করে অপ্রচার চালানো হচ্ছে বলে দাবি করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সরকার বুঝতে পেরেছে জনগণ তাদের সঙ্গে নেই। তাই তারা এখন গুজব ছড়িয়ে বিভ্রান্ত সৃষ্টির অপচেষ্টা করছে। সকল গুজবের জবাব জনগণ ৩০ তারিখ ভোটের মাধ্যমে দেবেন।

শনিবার বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

‘আগামীকালের নির্বাচন নিয়ে অবৈধ শাসকগোষ্ঠী নানা কায়দা-কানুন ও পরিকল্পনা করছে। তারা ময়ুরের সিংহাসন থেকে ছিটকে পড়ার ভয়ে এই কয়েকদিন রক্তাক্ত হামলায় সারাদেশকে আতঙ্কের জনপদে পরিণত করেছে। বিএনপির মিছিল ও নেতা-কর্মীদের বাড়িতে হামলা-ভাঙচুর চালানোসহ সহিংস আক্রমণে তাদের রক্ত ঝরাচ্ছে’।

(নিউজ টোয়েন্টিফোরে/তৌহিদ)

সম্পর্কিত খবর