ফরিদপুরের ৪টি আসনের প্রার্থীরা যেসব কেন্দ্রে ভোট দিবেন

ফরিদপুরের ৪টি আসনের প্রার্থীরা যেসব কেন্দ্রে ভোট দিবেন

সোহাগ জামান, ফরিদপুর

চলছে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ। নির্বাচন সুষ্ঠ করতে সকল প্রস্ততি সম্পূর্ণ করেছেন জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা উম্মে সালমা তানজিয়া। এবারের নির্বাচনে ফরিদপুরের ৪টি আসনে প্রধান দুটি দলের প্রার্থীরা কোন কেন্দ্রে ভোট দিবেন তা হলো-

ফরিদপুর-১আসনের বিএনপির প্রার্থী শাহ মো.আবু জাফর ভোট দিবেন বোয়ালমারী সরকারি কলেজ কেন্দ্রে। আওয়ামীলীগের প্রার্থী মনজুর হোসেন বুলবুল তার নিজ এলাকা আলফাডাঙ্গা হলেও তিনি ঐ এলাকার ভোটার নন।

তিনি রাজধানী ঢাকার ভোটার হওয়ায় তিনি এবছর ভোট দিতে পারছে না।

ফরিদপুর-২ আসনের আওয়ামীলীগের প্রার্থী সৈয়দা সাজেদা চৌধুরী ভোট দিবেন সালথা উপজেলার গট্টি ইউনিয়নের রাহুতপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে। এ আসনের বিএনপির প্রার্থী শামা ওবায়েদ ইসলাম রিংকু ভোট দিবেন নগরকান্দা উপজেলার লস্করদিয়া ইউনিয়নের আতিকুর রহমান উচ্চ বিদ্যালয় কেন্দ্রে।

ফরিদপুর-৩ আসনের আওয়ামীলীগ প্রার্থী খন্দকার মোশাররফ হোসেন ভোট দিবেন সরকারি রাজেন্দ্র কলেজ কেন্দ্রে।

এ আসনের বিএনপির প্রার্থী চৌধুরী কামাল ইবনে ইউসুফ ভোট দিবেন সরকারি রাজেন্দ্র কলেজ কেন্দ্র।

ফরিদপুর-৪ আসনের আওয়ামীলীগের প্রার্থী কাজী জাফর উল্লাহ ভোট দিবেন ভাঙ্গা উপজেলার কাউলীবেড়া ইউনিয়নের কাজী অলিউল্লাহ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে। এ আসনের বিএনপির প্রার্থী খন্দকার ইকবাল হোসেন সেলিম ভোট দিবেন ভাঙ্গার নওপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে। এ আসনের সতন্ত্র প্রার্থী মজিবুর রহমান নিক্সন চৌধুরী ভোট দিবেন আজিম নগর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে।


NEWS24▐ কামরুল

সম্পর্কিত খবর