নানা আয়োজনে বই উৎসবের উদ্বোধন

ছবি সংগৃহীত

নানা আয়োজনে বই উৎসবের উদ্বোধন

সুনামগঞ্জ প্রতিনিধি

“শিক্ষা নিয়ে গড়ব দেশ,শেখ হাসিনার বাংলাদেশ এই শ্লোগানকে সামনে রেখে নতুন বছরের শুরুতে সুনামগঞ্জে নানা আয়োজনে বই উৎসবের উদ্বোধন করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ।

মঙ্গলবার সকালে জেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে বই উৎসব উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পৌর শহরের রাজ গোবিন্দ সরকারি বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার পঞ্চানন বালার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন,স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক মোহাম্মদ এমরান হোসেন,অতিরিক্ত জেলা প্রশাসক মো.শরিফুল ইসলাম,বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান প্রমুখ।

 

আলোচনা সভায় প্রদান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ বলেন, বাংলাদেশ শিক্ষাক্ষেত্রে দ্রুত এগিয়ে চলেছে। শিক্ষার গুণগত মান বৃদ্ধি করা বর্তমান সরকারের অন্যতম প্রধান লক্ষ্য আর সেজন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বছরের শুরুতে সকল শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন।  

পরে আলোচনা সভার মধ্যে দিয়ে সারা জেলার বই উৎসবের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ এবং সকল শিক্ষার্থীর হাতে বই তুলে দেন জেলা প্রশাসক।  


NEWS24▐ Kamrul 

সম্পর্কিত খবর