জেরুজালেমে ১৪ হাজার বসতি স্থাপনের ঘোষণা ইসরায়েলের

জেরুজালেমে ১৪ হাজার বসতি স্থাপনের ঘোষণা ইসরায়েলের

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক সিদ্ধান্তই মধ্যপ্রাচ্যে সংঘর্ষের দাবানল জ্বালিয়ে দিয়েছে। বুধবার রাতে পুরো বিশ্বের তোয়াক্কা না করেই পবিত্রভূমি জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী ঘোষণা করেন তিনি। এতে ক্ষোভে ফেটে পড়েছে ফিলিস্তিনিরা। নিন্দা জানাচ্ছেন বিশ্বনেতারা।

বৃহস্পতিবার সকাল থেকেই গাজা, পূর্ব জেরুজালেম, পশ্চিম তীরে বিক্ষোভ চলছে। এরইমধ্যে জেরুজালেমে ১৪ হাজার নতুন বসতি স্থাপনের ঘোষণা দিয়েছে ইসরায়েল।

টাইমস অব ইসরাইলেরর খবরে বলা হয়েছে, জেরুজালেমের পূর্বাঞ্চলে ৬ হাজার বসতি স্থাপন করা হবে। রামাল্লার কাছেই উত্তর জেরুজালেমে স্থাপন করা হবে  ৫ হাজার বসতি।

এদিকে এমন ঘটনায় মধ্যপ্রাচ্য সংকট নতুন মাত্রা পাবে বলে শংকা বিশ্লেষকদের।  

সম্পর্কিত খবর