‘পলিটিক্যাল বক্তব্যে প্রতিপক্ষকে ঘায়েল করে না আ.লীগ’

ফাইল ছবি

‘পলিটিক্যাল বক্তব্যে প্রতিপক্ষকে ঘায়েল করে না আ.লীগ’

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

পলিটিক্যাল বক্তব্য দিয়ে প্রতিপক্ষকে ঘায়েল করা আমাদের মূখ্য কাজ নয় বলে দাবি করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

শনিবার সকালে নারায়ণগঞ্জের মেঘনাঘাটে মেঘনা সেতুর সুপারস্ট্রাকচার কাজের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ সব কথা বলেন।

রাজনীতি করলে জেল জুলম  থাকে উল্লেখ করে তিনি বলেন, দেশের উন্নয়ন আমাদের কাছে মূখ্য। দেশে রাজনীতি আছে থাকবে।

রাজনৈতিক দল, নির্বাচনও আছে। জেল জুলম সহ্য করেই আমরা ক্ষমতায় এসেছি। আমাদের নেত্রীকেও জেল খাটতে হয়েছে।

সেতুমন্ত্রী বলেন, খালেদার রায় যে যেভাবেই দেখুন না কেন, আদালতের এ রায় রাজনীতিকদের জন্য সতর্কবার্তা।

তিনি বলেন, রায়ে আগে রাতের আধারে বিএনপি তাদের গঠনতন্ত্র থেকে ৭নং ধারা তুলে দিয়ে প্রমাণ করেছে তারা আত্মস্বীকৃত দুর্নীতিবাজ।

এ সময় মন্ত্রীর সাথে সেতুর প্রকল্প পরিচালক সাইদুল হক, দাউদকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজর (অব:) মোহাম্মদ আলী সুমন, নারায়নগঞ্জ জেলা পরিষদের সদস্য মোস্তাফিজুর রহমান মাসুমসহ সড়ক ও জনপথ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত খবর