মেক্সিকোতে ৭.২ মাত্রার ভূমিকম্প

সংগৃহীত ছবি

মেক্সিকোতে ৭.২ মাত্রার ভূমিকম্প

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

দক্ষিণ-পশ্চিম মেক্সিকোয় শুক্রবার রাতে ৭.২ মাত্রার শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। ভূমিকম্পে মেক্সিকো সিটি কেঁপে উঠে। ছয় মাসের ব্যবধানে এটি দেশটিতে তৃতীয় বড় ভূমিকম্প। যুক্তরাষ্ট্রের ভৌগলিক জরিপ রিপোর্টে তা প্রকাশ করা হয়।

ইউএসজিএস এর তথ্যমতে, ৭.২ মাত্রার এ ভূমিকম্পের উৎপত্তিস্থল ওজাকা রাজ্যের পিনোটেপা ডি ডন লুইসে, যার গভীরতা ছিল ২৪.৬ কিলোমিটার।

এতে বিভিন্ন ভবনে ফাটল দেখা গেছে। কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি।  

মেক্সিকোর প্রেসিডেন্ট এনরিক পিনা নিয়েতো এক টুইট বার্তায় জানান, দক্ষিণ-পশ্চিম পিনোটেপা ডি ডন লুইস শহরে এই ভূমিকম্প অনুভূত হয়েছে।

সবাইকে ধৈর্য ধারণ ও সতর্ক থাকার নির্দেশ দেন তিনি।  

গত বছরের সেপ্টেম্বর মাসে দুইটি ভূমিকম্পে মেক্সিকোতে দুই শতাধিক মানুষ প্রাণ হারায়।

সম্পর্কিত খবর