মিরপুরের প্রায় ২৫ হাজার লোকের ঘর পুড়ে ছাই

মিরপুরের প্রায় ২৫ হাজার লোকের ঘর পুড়ে ছাই

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

রাজধানীর মিরপুরের ইলিয়াস আলী মোল্লা বস্তির আগুন নিয়ন্ত্রণে এসেছে। আগুনে বস্তির হাজারো ঘর আগুনে পুড়ে গেছে। আহত হয়েছে একজন। সোমবার ভোর চারটার দিকে আগুন লাগে।

পরে ফায়ার সার্ভিসের ২১টি ইউনিটের চেষ্টায় সকাল সাতটা ২৪ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিফিল ডিফেন্স অধিদফতরের ডিউটি অফিসার মাহফুজুর রহমান বলেন, আগুন এখনো জলছে। ২১টি ইউনিট এখনও কাজ করছে। তবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতি সম্পর্কে এখনও বলা সম্ভব নয়।

তিনি আরও জানান, ভোরে আগুন লাগার খবর পেয়ে প্রথমে ১৩টি ইউনিট কাজ শুরু করে। পরে ইউনিট সংখ্যা আরও বাড়িয়ে কাজ করা হয়। ফায়ার সার্ভিসের কর্মীদের সঙ্গে আগুন নেভানোর চেষ্টা চালিয়ে যান স্থানীয়রাও।

স্থানীয় সংসদ সদস্য ইলিয়াস আলী মোল্লা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি জানান, বস্তিটি ৭০ বিঘা জমি জুড়ে বিস্তৃত। এখানে কমপক্ষে সাত থেকে আট হাজার ঘর রয়েছে। কমপক্ষে ২৫ হাজার লোক বসবাস করেন এ বস্তিতে।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর