জার্মানিতে হিজাব পরিহিত প্রার্থীকে নিয়ে বিতর্ক

আয়গ্যুল কিলিচ [ছবি: ফেসবুক]

জার্মানিতে হিজাব পরিহিত প্রার্থীকে নিয়ে বিতর্ক

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

জার্মানির রাজনৈতিক দল মুক্ত গণতন্ত্রী বা এফডিপি স্থানীয় নির্বাচনে হিজাব পরা এক প্রার্থীকে মনোনয়ন দিয়েছে৷ আয়গ্যুল কিলিচ নামের ঐ প্রার্থী অনলাইনে বিরূপ মন্তব্যের শিকার হয়েছেন৷

উত্তর জার্মানির নয়ম্যুনস্টারের স্থানীয় নির্বাচনে দাঁড়িয়েছেন কিলিচ৷ ২৫ মার্চ নিজের ফেসবুকে এ সংক্রান্ত একটি পোস্টার প্রকাশ করেন তিনি৷ পরে দ্রুতই ফেসবুক আর টুইটারে সেটি নিয়ে সমালোচনার ঝড় ওঠে। অনেকের প্রশ্ন, এফডিপি কিভাবে এমন পোশাক পরা একজনকে প্রার্থী করলো?

news24bd.tv

ভার্চুয়াল জগতে এমন বিতর্কের পর এফডিপির নয়ম্যুনস্টার শাখা একটি বিবৃতি দিয়েছে৷ কিলিচকে নিয়ে যে ধরনের মন্তব্য করা হচ্ছে সেগুলোকে ‘কুরুচিপূর্ণ’ ও ‘ডানপন্থি’ বলে আখ্যায়িত করেছে দলটি৷ 

এছাড়া বিবৃতিতে এফডিপি বলেছে, ‘প্রগতিশীল ও উদার মানুষ হচ্ছেন তারা, যারা অন্য সংস্কৃতি, ধর্ম ও দেশের মানুষ কী পরবে সে ব্যাপারে নাক গলায় না৷’

জার্মানির সংসদ বুন্ডেসরাটের উচ্চ পর্যায়ের সাংসদরাও এই বিতর্কে অংশ নিয়েছেন৷ অভিবাসন ও ইসলামবিরোধী দল এএফডির বেয়াট্রিক্স ফন স্টর্স বিষয়টি নিয়ে টুইটারে একটি বিদ্রুপপূর্ণ পোস্ট দিয়েছেন৷ তিনি কিলিচের কাছে জানতে চেয়েছেন, ‘খ্রিস্টান ও ইহুদিদের দ্বিতীয় শ্রেণির নাগরিক হিসেবে বিবেচনা করা’ ইসলামি আইন তিনি (কিলিচ) প্রত্যাখ্যান করেন কিনা৷

এদিকে, বুন্ডেসরাটে এফডিপির সংসদ সদস্য কন্সটানটিন কুলে কিলিচের ঘটনায় নিজেকে গর্বিত মনে করছেন। তার টুইট, ‘এমন এক দলের অংশ হয়ে আমি গর্বিত, যারা কিলিচের মতো নারীকে রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় অংশ নেয়ার সুযোগ দিয়েছে। ’

তবে এই ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন এফডিপির ভাইস চেয়ারম্যান ভল্ফগাঙ কুবিচকি৷ জার্মান দৈনিক ‘ডি ভেল্ট’কে তিনি বলেন, ‘হেডস্কার্ফ পরা বা না পরা একজন মুসলিম প্রার্থীর যারা সমালোচনা করছে, তারা নরকে যাক।

ডি ভেল্ট-এর এফডিপিপন্থি সম্পাদক উল্ফ পোশার্ড্ট কিলিচের সমর্থকদের ভয় না পাওয়ার পরামর্শ দিয়েছেন৷ তার ভাষ্য, ‘উদারপন্থিরা জানেন হেডস্কার্ফের নিচে যা ঘটে, সেটিই গুরুত্বপূর্ণ। ’

উল্লেখ্য, নয়ম্যুনস্টার শহরে ৬ মে নির্বাচন অনুষ্ঠিত হবে৷

সূত্র: ডয়েচে ভ্যালে    •    অরিন/নিউজ টোয়েন্টিফোর

সম্পর্কিত খবর