তুরস্কে সড়ক দুর্ঘটনায় নিহত ১৭, আহত ৩৬

তুরস্কে সড়ক দুর্ঘটনায় নিহত ১৭, আহত ৩৬

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

তুরস্কের পূর্বাঞ্চলীয় ইগদির প্রদেশে বাস দুর্ঘটনায় ১৭ জন নিহত ও ৩৬ জন আহত হয়েছেন। হতাহতদের সবাই অবৈধ অভিবাসী।  

তুরস্কের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আনাদোলু’র বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি শনিবার এ খবর প্রকাশ করেছে।  

খবরে বলা হয়, রাস্তার পাশের একটি ল্যাম্প পোস্টের সঙ্গে ধাক্কা লেগে বাসটিতে আগুন ধরে যায়।

এতে হতাহতের এই ঘটনা ঘটে। বাসটিতে অবৈধ অভিবাসী বহন করছিল।

আনাদোলু জানায়, বৃহস্পতিবার ইগদির-কারস মহাসড়ক দিয়ে ইরান, পাকিস্তান ও আফগানিস্তানের অবৈধ অভিবাসীদের নিয়ে যাওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।

ইগদির প্রদেশের গভর্নর এনভার উনলু বলেন, আমরা যখন ঘটনাস্থলে পৌঁছাই তার আগেই অভিবাসীদের অনেকে মারা গেছেন।

আমাদের প্রদেশে ধারাবাহিক অভিবাসী পাচারের ঘটনায় আমরা গভীরভাবে দুঃখ প্রকাশ করছি।  

রাষ্ট্রের স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছে, আহতদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। বাসটির ধারণ ক্ষমতা ১৪ জন থাকলেও তাতে নারীসহ ৫০ জনেরও বেশি ছিল।

দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম টিআরটি এক প্রতিবেদনে জানায়, তুরস্কে সড়ক দুর্ঘটনায় ২০১৭ সালেই ৩ হাজার ৫৩০ জন মারা গেছেন।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর