ভিআইপি সুবিধা পাচ্ছেন না সালমান

সালমান খান

ভিআইপি সুবিধা পাচ্ছেন না সালমান

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

কৃষ্ণসার হরিণ হত্যা মামলায় দোষী সাব্যস্ত হয়ে ৫ বছরের কারাদণ্ড জুটেছে সালমান খানের। গতকাল থেকে তার ঠিকানা রাজস্থানের যোধপুর সেন্ট্রাল জেল। তবে সেখানে কোন ভিআইপি ব্যবস্থা মিলবে না বলিউডের খ্যাতিমান এই অভিনেতার।

যোধপুরের ডিআইজি (কারা) বিক্রম সিং ভারতীয় সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

 

১৯৯৮ সালের ২ অক্টোবর ‘হাম সাথ সাথ হ্যায়’ সিনেমা শুটিংয়ের সময় যোধপুরের কঙ্কনিতে বিরল প্রজাতির কৃষ্ণসার হরিণ শিকার করেন সালমান খান, সাইফ আলী খান, সোনালি বান্দ্রে এবং টাবু। ওই ঘটনার পরই মামলা দায়ের করা হয় তাদের বিরুদ্ধে।

দুই দশক ধরে মামলা চলার পর বৃহস্পতিবার রায় ঘোষণা করে আদালত। বণ্যপ্রাণী সংরক্ষণ আইনের ৯/৫১ ধারায় দোষী সাব্যস্ত করা হয়েছে সালমানকে।

তবে বাকিদের বেকসুর খালাস দিয়েছে আদালত।

সাজা শোনানোর পর সালমানকে যোধপুর সেন্ট্রাল জেলে পাঠানো হয়। সেখানে তিনি ১০৬ নম্বর কয়েদি। জেলের ২ নম্বর ঘরে তার সঙ্গী ধর্ষণে অভিযুক্ত স্বঘোষিত ‌‘গুরু’ আশারাম।

সূত্র: জি নিউজ     •      অরিন/নিউজ টোয়েন্টিফোর

সম্পর্কিত খবর