হিজাব নিষিদ্ধ করছে অস্ট্রিয়া

হিজাব নিষিদ্ধ করছে অস্ট্রিয়া

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

শিশুশ্রেণির ছাত্রীদের হিজ়াব পরা নিষিদ্ধ করতে যাচ্ছে অস্ট্রিয়া সরকার। দিশেটির সংবাদমাধ্যম সূত্র এমন খবর প্রচার করে।

অস্ট্রেলিয়ার অতিডানপন্থী সরকারের দাবি, এই প্রথা অস্ট্রিয়ার সংস্কৃতির পরিপন্থী।

অস্ট্রেলিয়ার চানসেলর সেবাস্তিয়ান ক্রুজ স্থানীয় রেডিয়োয় বলেছেন, অস্ট্রিয়ায় সমান্তরাল সমাজব্যবস্থার বিকাশকে রোখাই আমাদের লক্ষ্য।

শিশুশ্রেণিতে ছাত্রীদের হিজাবে নিষেধাজ্ঞা আমাদের সেই নীতিরই অঙ্গ।

এই নির্দেশনা অনুযায়ী, ১০ বছর পর্যন্ত ছাত্রীরা স্কুলে হিজাব পরে যেতে পারবে না। বলে রাখি, উদ্বাস্তুদের আশ্রয় দেওয়ার পশ্চিমি নীতির কড়া বিরোধিতা করে গত বছর নির্বাচনে জেতেন ক্রুজ। সিরিয়ায় মানবিক সঙ্কটের পর মাত্র ১ শতাংশ উদ্বাস্তুকে আশ্রয় দিয়েছে অস্ট্রিয়া।

 

ক্রুজ বলেন, কয়েক দশক আগেও অস্ট্রিয়ার মানুষ হিজাব চিনত না। এখন ইসলামিক স্কুল তো বটেই সাধারণ স্কুলেও শিশুরা হিজাব পরে।

এ নিয়ে সম্প্রতি আইন তৈরি করতে যাচ্ছে অস্ট্রিয়ার শিক্ষা মন্ত্রক। জানতে চাওয়া হয়েছে স্কুলগুলোর কাছে শিশুশ্রেণির কতজন ছাত্রী হিজাব পরে আসে। ইতিমধ্যে ফ্রান্সসহ ইউরোপের কয়েকটি দেশে হিজাব পরায় নিষেধাজ্ঞা রয়েছে।  

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)


 

সম্পর্কিত খবর